Write ISO on USB – আইএসও ফাইলকে রাইট করুন ইউএসবিতে

Sunday, March 2, 2014


Bootable ISO ফাইল সাধারণত সিডি/ডিভিডেতে রাইট করার জন্য তৈরি করা হয়ে থাকে সিডি/ডিভিডিতে ইমেজ হিসেবে রাইট করলে সেই সিডি/ডিভিডি বুটেবল হয় এবং প্রয়োজনীয় কাজ করা যায় আপনি ইচ্ছে করলে আপনার Bootable ISO ফাইলকে USB তেও রাইট করতে পারেন এ ক্ষেত্রে সিডি/ডিভিডি দিয়ে যে কাজ করা যাবে এই USB দিয়েও একই কাজ করা যাবে যেকোন Bootable ISO ফাইলকে এই পদ্ধতিতে USB তেWrite/Burn করা যায়


কিভাবে করতে হবেঃ
কাজটি করার জন্য আপনার লাগবে Ultra ISO নামের একটি ছোট্ট সফটওয়ার সফটওয়ারটি কিন্তু Professionalএরকম আরো কয়েকটি সফটওয়ার আছে যা দিয়ে Ultra ISO এর মত প্রায় সব কাজ করা যায় যেমন ISOpen,Magic ISOPowerISO

 আপনার USB Device টি পিসিতে সংযোগ করুন Ultra ISO রান করে File>Open (Ctrl+O) কমান্ড দিন


 Browse করে আপনার Bootable ISO ফাইলটি এড করুন যেটা আপনি রাইট করতে চান


 Bootable>Write Disk Image... কমান্ড দিন


ছবির মত সব Settings দিন একাধিক Pendrive পিসিতে সংযুক্ত থাকলে Disk Drive থেকে USB Device সিলেক্ট করে দিন। একটি হলে দরকার নেই।


এখানে Write Method এর জায়গায় কয়েকটি অপশন রয়েছে সব কটি অপশন বায়োস থেকে বুট করার অপশন এবং তা সব ব্রান্ডের সব ভার্সনের বায়োসে থাকে না তাই আপনার বায়োসে কোন অপশনটি আছে দেখুন সেই অনুযায়ী উপযুক্ত অপশনটি নির্বাচন করুন অন্যথায় আপনার পিসি USB Device টি থেকে বুট করতে ব্যর্থ হবেসাধারণত USB-HDD+ অপশনটি প্রায় সব বায়োসে থাকে তাই আমি ঐ টি নির্বাচন করলাম


 আপনার পেনড্রাইভটি Format করতে চায়লে Format বাটনে ক্লিক করে Format করতে পারেন সবশেষ Writeবাটনে ক্লিক করুন কাজ শেষে আপনার USB Device টি Safely Remove করুন

 

No comments:

Post a Comment