ডিজিটাল ক্যামেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম। যেকোন মুহুর্তের, যেকোন যে স্মৃতি ধরে রাখার জন্য এটি বড় একটি জনপ্রিয় যন্ত্রই বটে। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সাধারণত সাইজ খুব বড় হয়ে থাকে। তাই সাইজ কমিয়ে ফেলাটা মাঝে মধ্যে জরুরী হয়ে পড়ে। সেটা হতে পারে হার্ডডিস্কের জায়গা বাঁচাতে কিংবা অনলাইনে আপলোডে করতে। Photo Vacuum Packer একটি ছোট্ট গ্রাফিক্স টুল যা দিয়ে ছবিকে কস্প্রেস করে এর সাইজ কমানো যায়।
কম্প্রেস করা ছবির সাইজ প্রায় অর্ধেক পরিমাণ কমানো যায়। কম্প্রেস করার পর অরিজিনাল ছবিটি থেকে যায় এবং আলাদাভাবে নতুন ফোল্ডারে কম্প্রেস করা ছবিটি সেভ হয়। এতে ছবির ডাইমেনশন একই রেখেও সাইজ কমানো যায়। এই টুলটি একদম ফ্রীতে ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment