Hardware Independent Universal XP – একটি এক্সপিই চলবে সব পিসিতে

Sunday, March 2, 2014



আপনি একজন Hardware Engineer কিংবা এক বা একাধিক সার্ভার নিয়ে কাজ করেন আর প্রায় প্রতিদিন অনেক পিসিতে Windows Install করতে হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াই বলেনতো নাওয়া খাওয়া ভুলে গিয়ে ঐ পিসি নিয়েই পড়ে থাকতে হবেতাই না? হ্যাঁ, এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য এমন একটা Back up Image তৈরি করাদরকার যা দিয়ে Windows Install এর কাজটা খুব অল্প সময়ে করা যায় সবখানে, সব সময়, সব ধরনের পিসিতেএর আগে আমি Transfer your Windows 7XP To Another PC নিয়ে দুটি পোষ্ট করেছিলাম যা দিয়ে ঐ ধরনেরWindows Installation এর কাজটি করা যায় তবে ঐ সময়ের Windows XP পোষ্টটিতে কিছু দুর্বলতা ছিল তাই আমি ঐ পোষ্টটিকে এখন Update করছি


পুরো প্রক্রিয়াটি শেষ করতে তাড়াহুড়া না করে একটু ধর্য ধরতে হবে এটি অনেক দীর্ঘ সময়ের একটি কাজ তবে আমি সবকাজকে Batch File এর মাধ্যমে Customize করেছি যাতে সময় কম লাগে আমারও এত লম্বা পোষ্ট করার সময় নেই তাই সংক্ষেপে আলোচনার চেষ্টা করেছি

Necessary Tools:
। Driver Pack Chipset, Driver Pack Mass Storage, Driver Pack CPU। Download fromDriverpacks.net। আপনার XP এর ভার্সন অনুযায়ী (32bit or 64bit) উল্লেখিত তিনটি Driver Packs এরUpdate Version Download করে নিন।
 যদি Laptop এ কাজটি করতে চান তাহলে Laptop এর জন্য XP CD তে Mass Storage, Chipset, CPU Driver Add করতে পারেন এ জন্য আমার XP for Laptop পোস্টটি দেখতে পারেন
 Sysprep এবং Mysysprep. দুটোকে একসাথে রেখে অনেক কাজ করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি দুটোকে Customized করে Upload করেছি Download from Mediafire Thanks to J. Tsay for Mysysprep.
 Partition Backupper: আপনার পছন্দমত যেকোন একটি Partition Backupper Software যেমন: Macrium ReflectAOMEI BackupperNorton GhostAcronis HomeAcronis Server ইত্যাদি


সতর্কতাঃ
 Clean XP Source (No Customized XP)। যারা nlite বা অন্যান্য টুলের সাহায্যে Customized XP তৈরি করেছেন সেটি ব্যবহার করবেন না। ল্যাপটপে কাজ করতে চায়লে শুধু মাত্র ল্যাপটপের জন্য ড্রাইভার এড করতে পারেন। এছাড়া আর কিছু করবেন না।
 Use Only one Hard Disk (Not more than One) যে পিসিতে কাজ করবেন সেটাতে একাধিক Hard Diskথাকলে একটি রেখে বাকিগুলো খোলে ফেলুন
 Power Backupকাজ চলাবস্থায় PC Suddenly Shutdown or Restart হতে পারবেন না এ জন্য বিদ্যুৎ সংযোগ বা অন্যান্য বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন কাজটি করার জন্য Laptop Betterআমি আমার Corei3 Laptop এ করেছি
 পুরো প্রক্রিয়ায় অন্য কোন কাজ না করাই ভাল এটি Clean Image তৈরিতে অপরিহার্য


Step 1- Install XP, Necessary Hotfix, Software & Settings:
সর্বপ্রথম Windows XP Install করে নিন আগেই বলেছি কোন Customized XP সিডি ব্যবহার করবেন নাLaptop এর জন্য Laptop Driver Add করে Laptop XP ব্যবহার করতে পারেন Windows Install এর পরWindows InstallerMS.Net Framework (.net3.5 SP1 is Better), DirectX Install করুন তারপর আপনার প্রয়োজনীয় সব Software Install করে নিন যেমন: Office, Fonts, Browser, Music Player, Video player, Graphics, Utility ইত্যাদি এছাড়া কোন Driver Install করবেন না কারণ সেগুলো Backup Image এ কোন কাজ দেবে না বরং Image এর Size টাই বাড়াবে তারপর আপনার প্রয়োজনীয় Settings Set করে নিন সাথে নিচের কাজগুলোও করুন

 Turn off System Restore : My Computer>Properties>System Restore এ গিয়ে System Restore Turn off করে দিন এটি আপনার Backup Image এর Size কমিয়ে দেবে অনেক


 Set No Page File: My Computer>Properties>Advanced>Settings> Advanced>Change এ গিয়ে No Page file দিয়ে Set দিন। তারপর OK>Restart PC। এটিও আপনার Backup Image এর Size কমিয়ে দেবে অনেক


 Disable Automatic Updates: My Computer>Properties এ গিয়ে Turn off Automatic Updates.


 Set Driver Sign up Ignore: My Computer>Properties>Hardware>Driver Signing এ গিয়ে Ignore -Install the Software anyway and don’t ask for my approval দিন


 Display Settings: এখানে Display টা Set করে নিতে পারেন এটি Optional এ জন্য Desktop এ Right Clickকরে Properties>Settings এ গিয়ে Resolution Set করে নিন অধিকাংশ পিসিতে 1024×768 Resolution কাজ করে আপনিও তাই 1024×768 Resolution Set করতে পারে

 Delete Temporary Files: Start Menu>Run এ গিয়ে %temp% লিখে Enter দিন এবং Temp Files গুলো মুছে ফেলুন এভাবে temp, prefetchrecent File গুলোও মুছে ফেলুন আপনি যদি Temp Cleaner Software Installকরে থাকেন সেটি ব্যবহার করেও কাজটি করতে পারেন Now Restart PC.

Step 2- Prepare XP Image:
 উপরে আমার দেয়া Sysprep Zip File টা Download করে Extract করে নিন ওখানে Sysprep নামে একটিFolder পাবেন ঐ Folder টি C Drive (Windows Drive) এ Copy করে দিন

 উপরে আমি তিনটি Driver Packs এর কথা বলেছি Driver Packs তিনটি Update Version (Not Old Driver packs) ডাউনলোড করে সেগুলো Extract করে নিন


ওখানে M,C,P নামে তিনটি Folder পাবেন


Folder তিনটি C:\sysprep\Drivers এ Copy করে দিন


 C:\sysprep এ অবস্থিত sysprep.inf file টি Notepad এ খুলোন এবং [UserData] এর নিচে আপনার XP এরProduct Key টা লিখুন প্রতি Five Digit পর পর – চিহ্ন অবশ্যই বসাবেন [UserData] এর নিচে = চিহ্নের পর ডানপাশের অন্যান্য লেখাগুলোও [সবুজ রঙ] আপনার তথ্য দিয়ে পরিবর্তন করতে পারেন না দিলেও সমস্যা নেইএতে আমার দেয়া তথ্যগুলো কাজ করবে বাকি কোন তথ্য পরিবর্তন করবেন না কাজ শেষে Save (Ctrl+S) দিন
[UserData]
    ProductKey=12345-ABCDE-12345-ABCDE-12345
    FullName="KAMRUL"
    OrgName="kamrulcox.blogspot.com"
    ComputerName=KAMRULCOX

 এবার C:\sysprep এ অবস্থিত Driver_Scan.bat ফাইলটি Double Click করে Run করুন কিছুক্ষণের মধ্যেই ফাইলটি কাজ শেষ করে Close হয়ে যায়

 এখন C:\sysprep এ অবস্থিত bmsd.bat ফাইলটি Double Click করে Run করুন কিছুক্ষণের মধ্যেই ফাইলটি কাজ শেষ করে Close হয়ে যায়

 My Computer>Manage>Device Manager যান ডানপাশে Computer এর + চিহ্নতে ক্লিক করুন ACPI Multiprocessor PC এর উপর Right Click করে Update Driver... দিন


 ৩ নং অপশন No, Not this time দিয়ে Next দিন



 এখানে ২য় অপশন Install from a list or specific location (Advanced) দিয়ে Next দিন

 
 এখানে Don’t Search. I will choose the driver to install. দিয়ে এখানেও Next দিন
 
১০। এবার Advanced Configuration and Power Interface (ACPI) PC দিয়ে Next দিন ফাইল কপি হবে


১১ Finish দিন


১২ Restart নেয়ার জন্য Yes/No মেসেজ আসবে Yes দিন Computer Restart নেবে


১৩ Restart নেয়ার পর Driver Configuration হবে এরপর PC Restart নেয়ার জন্য আবার Yes/No মেসেজ আসবে Yes দিন Computer Restart নেবে Restart নিতে গিয়ে PC যদি দীর্ঘ সময় নেয় তাহলে Power Buttonব্যবহার করে Restart দিন

১৪ এটা আমাদের Final Step Final Step শুরু করার আগে Step 1 এর ১ থেকে ৪ পর্যন্ত কাজগুলো আরেকবারCheck করুন সব ঠিক আছে কিনা Final Step শুরু করার জন্য C:\sysprep এ অবস্থিত My_Sysprer.batফাইলটি Double Click করে Run করুন Final Process শুরু হবে 

একাজটি শেষ হতে আপনার পিসির Configuration এর উপর ভিত্তি করে প্রায় ১ ঘন্টার কাছাকাছিও লাগতে পারেএ সময় মূলত C:\sysprep\Drivers এবং Windows এ থাকা Driver গুলো ইনস্টল হবে যা সেটাপের সময়Windows ব্যবহার করবে  এ সময় কোন কাজ করবেন না আর খেয়াল রাখবেন কোন Error Massage আসে কিনা Driver Install এর জন্য বা Recycle bin Corrupted Massage পেলে Yes দিন সবশেষে পিসি Shutdownহয়ে যাবে


১৫ পিসি Shutdown হয়ে গেলে উপরে উল্লেখিত বা আপনার পছন্দমত যেকোন একটি Partition Backupperসফটওয়ার দিয়ে PC Boot করে Windows Drive এর একটি Backup Image তৈরি করে নিন এই ইমেজটি এখন যেকোন পিসিতে Restore করযা যাবে। অর্থাৎ আপনার Windows XP যেকোন পিসিতে Transfer করতে পারেন।  

বিঃ দ্রঃ এভাবে তৈরি Image টি যদি সব পিসিতে কাজ না করে মনে হয় তাহলে উপরের ৬ থেকে ১৩ পর্যন্ত কাজগুলো বাদ দিয়ে আরেকটি ইমেজ তৈরি করুন। আগের তৈরি এবং পরের তৈরি দুটি ইমেজ Test করে দেখুন কোনটি ভাল কাজ করে।


Step 3- Restore Image:
যেই পিসিতে XP Install করতে চান সেটাতে Backup Image টি Restore করে PC Restart দিন Hardware Configuration শুরু হবে এতে কিছুক্ষণ সময় লাগতে পারে

এরপর Mini Setup শুরু হবে যা কয়েক Second এ শেষ হয়ে যাবে Mini Setup এরপর PC Restart নেবে


এখানে কিছু কিছু PC Restart নিতে গিয়ে দীর্ঘ সময় নিতে পারে এ অবস্থায় Power Button ব্যবহার করে Restartদিন। তবে, তা অবশ্যই মিনি সেটাপ এর আগে নয়। যদি দেখেন যে মিনি সেটাপ পর কালো স্ক্রীন এসে দীর্ঘক্ষণ পিসি রিস্টার্ট নিচ্ছে না তখনই শুধু পাওয়ার বাটন ইউজ করবেন। Desktop আসার পর আপনার প্রয়োজনীয়Motherboard Driver সহ অন্যান্য কাজ থাকলে করে নিতে পারেন। হ্যাঁ, সেটাপের পর আপনার প্রোফাইলের কিছু সেটিংস পরিবর্তন হতে পারে।তাই প্রয়োজনীয় সেটিংস গুলো ঠিক আছে কি না দেখে নিন একবার।

এ পদ্ধতিতে Allin One Driver ও এড করা যায়। তবে তা আপনার Backup Image এর সাইজ অনেক বাড়িয়ে দেবে এবং কাজ শেষ করতেও লাগবে দীর্ঘ সময়।

No comments:

Post a Comment