Internet Downloader হিসেবে IDM যেমন জনপ্রিয় তেমনি Internet Browser হিসেবে Google Chrome ওজনিপ্রয় সবার কাছে। শুরু থেকেই Google Chrome এর সাথে IDM Integrated করা নিয়ে একটি জটিলতা ছিল।পরে Google কর্তৃপক্ষ Google Store এ IDM Integration এর Extension যুক্ত করার মাধ্যমে সেটি সমাধান করেছিল। কিন্তু সম্প্রতি Google কর্তৃপক্ষ ঐ Extension টি তাদের Store থেকে সরিয়ে নেয়। শুধু তাই নয়, তাদের দেয়া সেই Extension টিকে Chrome এর Update Version Malicious (Google has flagged “IDM Integration” as malicious and installation has been prevented) হিসেবে Automatic Remove করে দিচ্ছে। ফলে Chrome এর সাথে IDM কে Integrated রাখাটা সম্ভব হচ্ছে না। হতে পারে IDM এর সাথে Google এর ভালবাসাটা জমছে না। তাই বলে আমরা সাধারণ ইউজাররা কষ্ট পাব তাতো হয না। তাই চলুন সমাধানের চেষ্টা করি।
IDM যে Extension টির মাধ্যমে Chrome এর সাথে Integrated হয় তার নাম IDMGCExt.crx। আমাদের এই কাজের জন্য সেই Extension টি দরকার হবে। সেটি আপনার C:\Program Files\Internet Download Managerফোল্ডারে পাবেন। না থাকলে চিন্তার কিছু নেই আমার দেয়া নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
১। 7zip দিয়ে IDMGCExt.crx উপর রাইট ক্লিক করে Extract Files দিয়ে একে একটি ফোল্ডারে Extract করুন।IDMGCExt নামে একটি ফোল্ডারে এটি Extract হবে। চায়লে আমার দেয়া নিচের লিংক থেকে ডাউনলোড করে রেডিমেট ব্যবহার করতে পারেন।
২। IDMGCExt ফোল্ডারটি C:\Program Files\Internet Download Manager এ Copy করে দিন।
৩। Google Chrome Run করুন। Menu থেকে Tools>Extension এ যান অথবা Addressbar এchrome://chrome/extensions/ লিখে Enter দিন। আপনার IDM টি Chrome এর সাথে Integrated থাকলে নিচের মত দেখবেন।
৪। উপরের ডানপাশের Developer Mode এ ঠিক চিহ্ন দিন। তারপর Load Unpacked Extension... এ ক্লিক করুন।
৫। কিছুক্ষণ আগে ২ নং স্টেপে কপি করে দেওয়া আপনার IDMGCExt ফোল্ডারটি দেখিয়ে OK দিন।
৬। IDM টি Extension টি Add করার অপশন আসবে। Add বাটনে ক্লিক করুন।
৭। এবার নিচের মত পুরাতন Extension টি Disabled করে নতুনটিকে Enabled করে দিন। চায়লে ডানপাশেরDelete চিহ্নে ক্লিক করে পুরাতনটি Delete ও করে দিতে পারেন। তবে Delete না করে রেখে দেয়াটাই মনে হয় ভাল।এতে ভবিষ্যতে কাজে আসতে পারে।
No comments:
Post a Comment