How to Merge Partition – একাধিক পার্টিশান বা ড্রাইভকে কিভাবে জোড়া লাগাতে হয়

Sunday, March 2, 2014


AOMEI Partition Assistant

Partition Merge করা মানে হলো এক বা একাধিক পার্টিশান বা ড্রাইভকে জোড়া লাগানো বা একটিতে পরিণত করা আমরা বিভিন্ন সময়ে এই কাজটি করার প্রয়োজনীয়তা অনুভব করি যেমন হয়তো একটি ড্রাইভ বেশি ছোট হয়ে গেছে সেটাকে অন্য একটির সাথে যুক্ত করতে হবে, কিংবা কোন একটি ড্রাইভ বেশি বড় হয়ে গেছে সেটিকেResize করতে গিয়ে কিছু Unallocated (নতুন পার্টিশান করার মত হার্ডডিস্কের খালি জায়গা) জায়গা বের হয়েছে এবং সেটাকে অন্য একটি ড্রাইভের সাথে যুক্ত করতে হবে এই ধরনের কাজ করতে চায়লে পার্টিশান বা ড্রাইভকেMerge করতে হয় কাজটি করার জন্য বেশ কয়টি জনপ্রিয় HDD Tools আছে আমি তেমন একটি ফ্রী টুল নিয়ে কাজটি করে দেখাবো টুলটির নাম হলো AOMEI Partition Assistant যা ফ্রীতেই ব্যবহার করা যায়

Partition Merge করার নিয়মঃ
 প্রথমে AOMEI Partition Assistant টুলটি ড্রাউনলোড করে নিন ইনস্টল করার পর আপনার পছন্দমত টুলটি রান করুন ( Bootable CD বা সেটাপ ফাইল যেটাই ব্যবহার করতে চান) নিচের মত আপনার হার্ডডিস্কের পুরো চিত্র নিয়ে টুলটি ওপেন হবে
AOMEI Partition Assistant


 আপনি যে পার্টিশান বা ড্রাইভকে Merge করবেন তার একটি সিলেক্ট করুন
AOMEI Partition Assistant

 Selected পার্টিশান বা ড্রাইভের উপর রাইট ক্লিক করে Merge Partitions এ ক্লিক করুন
AOMEI Partition Assistant
  
 অথবা উপরের Menu bar থেকে Merge Partitions এ ক্লিক করুন
AOMEI Partition Assistant

 নিচের মত আপনার Selected পার্টিশান বা ড্রাইভটি সিলেক্ট অবস্থায় Partitions Merge উইন্ডো আসবে
AOMEI Partition Assistant

 আপনি যে কয়টা পার্টিশান বা ড্রাইভ Merge করতে চান সিলেক্ট করুন যেমন আমি Unallocated এর সাথেD  ড্রাইভটি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর OK দিন
AOMEI Partition Assistant
  
 এবার Preview দেখুন অর্থাৎ Merge হওয়ার পর আপনার পার্টিশান বা ড্রাইভগুলো কি রকম হবে তারPreview দেখাচ্ছে নিচের চিত্রে যদি আপনার ভাল না লাগে বা কোন সমস্যাবোধ করেন তাহলে আপনি উপরেরToolbar bar থেকে Undo/Discard এ ক্লিক করতে পারেন
AOMEI Partition Assistant

 Preview দেখার পর যদি আপনি মনে করেন যে আপনার পছন্দমত কাজ হয়েছে তাহলে উপরের Toolbar থেকে ডানপাশে Apply তে ক্লিক করুন
AOMEI Partition Assistant

 নিচের চিত্র আসবে Proceed এ ক্লিক করুন
AOMEI Partition Assistant

১০ Yes/No মেসেজ আসবে আপনি যদি Merge Partitions এর কাজটি Apply করতে চান তাহলে এখানে Yesদিন
AOMEI Partition Assistant

১১ নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন
AOMEI Partition Assistant

১২ অবশেষে নিচের মত Successful মেসেজ আসবে OK দিন আপনার কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে
AOMEI Partition Assistant


বিঃদ্রঃ Partitions Merge করার আগে গুরুত্বপূর্ণ ডাটা Backup এ রাখুন অন্যথায় ডাটাগুলো পরে হারিয়ে যেতে পারে

No comments:

Post a Comment