Multi Boot Partition CD -All in One for Partitioning work

Sunday, March 2, 2014


Hardware ব Troubleshooting কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো হার্ডডিস্কের কাজ Hard Disk ছাড়া কম্পিউটারের কোন গতি নেই তাই হার্ডডিস্কের কাজ করার জন্য দরকার হার্ডডিস্ক টুল যা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায় আগে Partition সংক্রান্ত কাজ করার জন্য ভরসা ছিল Fdisk। এখন Windows থেকেও PartitionCreate, Delete, Format সংক্রান্ত কাজ করা যায় তবে সেখানে খুব সিমীত কিছু কাজ করা যায় মাত্র বৃহত্তর পর্যায়ে কাজ করতে গেলে একজন Hardware Engineer এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কিছু ভাল মানেরPartition টুল আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি তৈরি করেছি একটি Multi Boot Partition CD ২০১৩ সালের সেরা দশ থেকে সাতটি টুল নিয়ে তৈরি করেছি আমার এই সিডিটি যাদের Rating সবার উপরে এগুলো দিয়েPartition সংক্রান্ত কাজ ছাড়াও হার্ডডিস্কের অনেক কাজ করা যায়


আমার টুলগুলোর নাম হলো Acronis Disk Derector, Partition WizardHome, Paragon Hard Disk Manager, Avanquest Partition Commander, AOMEI PartitionAssistant ProEaseUS Partition Master Server এবংGparted যারা হার্ডডিস্কের কাজ করেন তাদের কাছে টুলগুলো কম বেশি পরিচিত Gparted হলো Linux এর সবচেয়ে জনপ্রিয় Hard Disk টুল সব ধরনের হার্ডডিস্কে যাতে কাজ করা যায় তাই আমি এটুলটি আমার সিডিতে এড করেছি বাকিগুলো Windows Tool তম্মধ্যে Partition Wizard Home ছাড়া সবগুলোই Professional Toolযদিও কয়েকটি'র ফ্রী ভার্সনও আছে। তাই এগুলো নিয়ে আমার কোন পোষ্ট নেই এবং এগুলোর লিংকও দিচ্ছি না এখানে তবে Partition Wizard Home নিয়ে Partition CreateRecover Deleted PartitionPartition Delete,Partition MovePartition ResizeMBR Fixing সহ অনেকগুলো পোষ্ট করেছি।  

Paragon Hard Disk Manager টুলটি অনেক ফিচার সমৃদ্ধ হলেও এটি লোড হতে বেশি সময় নেই কারণ এটি লোড হওয়ার সময় হার্ডডিস্কের অনেক বেশি তথ্য সংগ্রহ করে তাছাড়া এর Graphical Looking ও তেমন উন্নত না Avanquest Partition Commander ও অনেকটা Paragon এর মত তবে এটি Paragon থেকে দ্রুত লোড হয়বাকি টুলগুলো অবশ্যই দারুন এদের মধ্যে Partition Wizard, AOMEI Partition Assistant, EaseUS Partition Master এর মধ্যে বেশ মিল আছে এদের User Interface প্রায় একই বর্তমান সময়ের সবচেয়ে বেশি ফিচার যুক্ত করা হয়েছে টুলগুলোতে আমি সবগুলো টুলের আপডেট ভার্সনই দিয়েছি

সিডিটি Bootable সফটওয়ারগুলো ব্যবহার করতে চায়লে সিডি থেকেই ব্যবহার করতে হবে পিসিতে ইনস্টল করে ব্যবহার করার সুযোগ নেই সিডিটির Original Size 670MB আমি চারটি খন্ডে আপলোড করেছি যার সাইজ 597MB Parts গুলো ডাউনলোড করার পর Merge করতে হবে পূর্বের Multi Boot HBCD টি এত বেশি ডাউনলোড হয়েছিলো যে Google Drive পর্যন্ত কাজ করে নি শেষ পর্যন্ত আমাকে Sky Drive এবং Mediafireএও আপলোড করতে হয়েছিল তাই এবার Part করে দিয়েছি যাতে একটি Part ডাউনলোড না হলেও অন্য Partডাউনলোড করা যায়

এই সিডিটি আমি আমার শ্রদ্ধেয় স্যারের নামে উৎসর্গ করেছি যার কাছ থেকে কম্পিউটার সম্পর্কে আমার সবটুকু পাওয়া এবং এখনো যাকে আমি নিয়মিত বিরক্ত করে যাই


Download: Mediafire

No comments:

Post a Comment