ইতিপূর্বে আমরা Office 2003 Silent Install নিয়ে পোষ্ট করেছিলাম। সেখানে আমরা দেখেছি কিভাবে Office 2003Customize করে Silent Install করা যায়। তাছাড়া সেটি Customized XP তে কিভাবে এড করতে হয় তাও বর্ণনা ছিল ঐ পোষ্টে। এর ধারাবাহিকতায় এবার করছি Office 2010 Silent Install নিয়ে। এ পোষ্টে আমরা Office 2010Customize করব না বরং Full Silent Install এর কাজটা করবো। ফলে Serial Key, User Name, Company Name ইত্যাদি কোন কিছু দেয়া ছাড়াই Office 2010 এর পুরো Package Install হয়ে যাবে। Installed পরবর্তী আপনার Serial Key দিয়ে Activate করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি 32bit এবং 64bit দুটো নিয়েই আলোচনা করব।
আমি Office 2010 OEM Standard Version দিয়ে কাজটি করেছি। বেশ কিছু জটিল DOS Command ব্যবহার করেই কাজটি করা হয়েছে যাতে সব ভার্সনে কাজ করে। তবে আমি সব ভার্সনে টেস্ট করে দেখি নি। DOS Command কমান্ডগুলো পুরোটাই আমার নয়। আমি Catonrug.net সাইটি থেকে কিছু কমান্ড ধার করেছি। ইচ্ছে হলে একবার দেখতে পারেন 32bit এবং 64bit আলাদা আলাদা দেয়া আছে। আর হ্যাঁ, দয়াকরে আমার কাছ থেকে কেউ Product Key টা চায়বেন না। আমি দিতে পারব না। আমারটা Original Pre-activated Version। Product Key এর দরকার হয় না।
Step1 - 32bit and 64bit:
যাদের কাছে Original Product আছে তারা Office 2010 কে নিচের মত পাবেন।
এখানে 32bit and 64bit দুটোই আছে একসাথে x86 এবং x64 নামের আলাদা আলাদা ফোল্ডারে। যারা 32bitব্যবহার করতে চান তারা শুধু x86 এবং যারা 64bit ব্যবহার করতে চান তারা শুধু x64 ফোল্ডারটি রাখলেই হবে।আর যারা একসাথে দুটোই চান তারা যেই রকম আছে সেই রকমই রেখে দেবেন। কোনভাবেই x86 এবং x64ফোল্ডারকে Rename করবেন না। এবার আমার পোষ্টের শেষে দেয়া Office_2010 নামের Batch File ডাউনলোড করে আপনার Office 2010 ফোল্ডারে কপি করে দিন।
এখন Office_2010 Batch File টি’র উপর রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে ফাইলটি রান করুন।
ফাইলটি প্রথমে আপনার পিসি কত ভার্সনের Windows ব্যবহার করছে তা চেক করবে। পরে সেই অনুযায়ী Office 2010 এর Version টি Install করবে। অপেক্ষা করুন যতক্ষণ না DOS Windows চলে যায়।
Step2 - 32bit:
যারা Torrent বা বিভিন্ন সাইট থেকে 32bit এবং 64bit আলাদা আলাদাভাবে ডাউনলোড করেছেন তারা 32bit এর জন্য x86 ফোল্ডারটি খুললে নিচের মত Files, Folders পেতে পারেন।
32bit এর জন্যও উপরের ফাইলটি কাজ করবে। তবে আরো সহজ করার জন্য আমি আলাদা ফাইল তৈরি করেছি।নিচের ডাউনলোড লিংকে ফাইলটি Office_2010_x86 নামে পাবেন। Office_2010_x86 নামের Batch File টিকপি করে দিন আপনার x86 ফোল্ডারে।
এখন Office_2010_x86 Batch File টি’র উপর রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে ফাইলটি রান করুন। এরপর অপেক্ষা করুন যতক্ষণ না DOS Windows চলে যায়।
Step3 - 64bit:
যারা Torrent বা বিভিন্ন সাইট থেকে 32bit এবং 64bit আলাদা আলাদাভাবে ডাউনলোড করেছেন তারা 64bit এর জন্য x64 ফোল্ডারটি খুললে নিচের মত File, Folder পেতে পারেন।
64bit এর জন্য Office_2010_x64 নামের Batch File টি কপি করে দিন আপনার x64 ফোল্ডারে।
এখন Office_2010_x64 Batch File টি’র উপর রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে রান করুন।Installation শুরু হবে। অপেক্ষা করুন যতক্ষণ না DOS Windows চলে যায়।
Add to Customized Windows 7/8:
যারা Windows Seven এবং Windows Eight Customized করেছেন এবং সেখানে Office_2010 এড করতে চান তারা আমার নিচের ডাউনলোড লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন। Unzip করলে ওখানে $OEM$ নামের একটি ফোল্ডার পাবেন। ফোল্ডারটি খুলতে থাকুন। সবশেষে গিয়ে SCRIPTS নামে একটি ফোল্ডার পাবেন। ঐSCRIPTS ফোল্ডারে আপনার Office_2010 এর x86 এবং x64 ফোল্ডার দুটি রাখুন। তারপর $OEM$ফোল্ডারটি আপনার Windows 7/8 এর Bootable DVD/USB তে থাকা sources ফোল্ডারে রাখুন। আমার Windows 7 এর USB তে রাখা $OEM$ ফোল্ডারটি নিচের চিত্র দেখুন।
আপনি যদি শুধু 32bit বা 64bit Windows 7/8 এর Bootable DVD/USB তৈরি করেন তাহলে Office_2010 এরx86 এবং x64 থেকেও অপ্রয়োজনীয়টি Delete করে দিতে পারেন। সুতরাং $OEM$ এর SCRIPTS ফোল্ডারে নির্দিষ্ট ভার্সনটি রেখে অপ্রয়োজনীয়টি Delete করে দিন। যারা USB থেকে Windows 7/8 করে থাকেন তাদের খুব সুবিধা হবে। $OEM$ ফোল্ডারটি উপরের নিয়ম মত sources ফোল্ডারে কপি করে দিলেই কাজ শেষ। ওখানে আমার দেয়া SETUPCOMPLETE.CMD নামে যে ফাইলটি আছে সেটি আপনার Windows Version অনুযায়ী নির্দিষ্ট ভার্সনের Office_2010 ইনস্টল করে নেবে। আর কাজটি হবে একদম শেষে যখন Desktop আসার আগেSetup Completion এর কাজ চলে তখন। আর হ্যাঁ, সেটাপের পর SCRIPTS ফোল্ডারটি Delete করে দিন। ওটা আপনার আর দরকার হবে না।
Office 2010 Direct Download Link
Microsoft Office 2010 Retail
English 32-bit (x86): X16-32007.exe
English 64-bit (x64): X16-31970.exe
Microsoft Office Standard 2010
English 32-bit (x86): X16-32324.exe
English 64-bit (x64): X16-32361.exe
Microsoft Office Professional Plus 2010 (Retail Edition)
English 32-bit (x86): X16-32250.exe
English 64-bit (x64): X16-32213.exe
Arabic 32-bit (x86): X16-32241.exe
Arabic 64-bit (x64): X16-32204.exe
যারা উপরেরর লিংক থেকে Office এর Setup File গুলো ডাউনলোড করবেন তারা ওটাকে Extract করে Silent Install এর উপযোগী করতে পারবেন। Extract করার জন্য Office Slipstreaming Post টি দেখুন।
No comments:
Post a Comment