Sardu – Multi Boot USB, CD, DVD তৈরির জন্য অতুলনীয়

Sunday, March 2, 2014


Multi Boot USB বা Multi Boot CD/DVD বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি কম্পিউটার ডিভাইস এ কথা মাথায় রেখেই Yumi নিয়ে Multi Boot USB এর উপর আমরা একটি পোষ্ট করেছিলাম এতেMulti Boot USB কি এবং কিভাবে তা তৈরি করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল আজকে তেমন আরেকটি টুল নিয়ে লেখবো যারা নাম Sardu এই টুলটি একদম ফ্রী এবং এটি দিয়ে অনেক গুলো ISO File (Anti Virus Rescue CD, Bootable Utility CD, Linux, Windows ইত্যাদি) ব্যবহার করে আপনি একাধারে Multi Boot USBMulti Boot CD, Multi Boot DVD তৈরি করতে পারবেন নিজের মত করে এর ব্যবহারটাও খুব সহজ তাছাড়া এটি Windows এর সকল ভার্সনে (32 bit, 64 bit সহ) ব্যবহার করা যায়


ব্যবহার পদ্ধতিঃ
আপনি যে যে ISO File গুলো ব্যবহার করবেন তা সব একটি ফোল্ডারে রাখুন আমি D Drive এ MultiBoot নামে ফোল্ডারে রেখেছি ধরে নিলাম আপনিও তাই করেছেন মনে রাখতে হবে যে - আপনি যে ISO File গুলো ডাউনলোড করবেন তা Rename করা যাবে Original নামটাই রাখতে হবে Sardu জিপ ফোল্ডারে প্যাক করা থাকে সেটআপ না করেই পোর্টেবল হিসেবে ব্যবহার করা যায় Download করে নিন

যদি এমন হয় যে, আপনার কাছে Bootable CD/DVD আছে কিন্তু ISO ফাইল নেই তাহলে Bootable CD/DVDকে ISO ফাইল হিসেব তৈরি করুন। এ জন্য আমার CD to ISO, DVD to ISO পোষ্টটি দেখুন।

 Sardu ডাউনলোড করে এক্সট্রাক্ট করেন নিচের মত ফাইল ফোল্ডারগুলো দেখবেন ওখানে 32 bit, 64 bit এর জন্য আলাদা আলাদা ফাইল আছে 32 bit এর জন্য Sardu নামের ফাইলটি রান করুন License Agreementআসলে Accept দিন

  
 নিচের মত আসবে ওখানে ISO ফাইল এড করার জন্য Anti Virus, Utility, Linux, Windows নামে আলাদা আলাদা বাটন আছে (লাল চারকোণায় চিহ্নিত) উপরে Menu Bar (কালো তীর চিহ্নিত) আর মাঝখানে Tool Bar(সবুজ তীর চিহ্নিত) রয়েছে


ISO বাটনে (কালো তীর চিহ্নিত) ক্লিক করুন
  

 Browse করে  আপনার MultiBoot ফোল্ডারটি দেখিয়ে দিন যেটাতে Bootable ISO ফাইলগুলো রেখেছেন
  
  
 উপরের স্টেপে MultiBoot ফোল্ডারটি সিলেক্ট করার পর আপনার ISO ফাইল গুলো অটোমেটিক এড হয়ে যাবেএড হয়েছে কি না তা দেখার জন্য Anti Virus, Utility, Linux, Windows বাটনগুলোতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এড করা ISO ফাইল ফাইলগুলোতে টিক মার্ক দেয়া আছে ইচ্ছে করলে টিক মার্ক তুলে দিয়ে বাদও দিতে পারেন যেমন আমার Utility বাটনে কি কি আছে দেখুন

 
 যদি আপনার কোন একটা Bootable ISO ফাইল ডাউনলোড করার দরকার হয় কিন্তু আপনি লিংক জানেন না তাহলে পছন্দের ফাইলটির নামীয় বাটনটাতে ক্লিক করুন যেমন আমার Fedoraর Bootable ISO ফাইল দরকার আমি Fedoraর নামীয় বাটনটাতে ক্লিক করলাম (লাল চারকোণা চিহ্নিত) সাথে সাথে Browserআপনাকে Fedoraর ডাউনলোড পেজে নিয়ে যাবে


 যদি এমন হয় যে আপনার কোন ISO ফাইল MultiBoot ফোল্ডারে আছে কিন্তু Sardu তে এড হয় নি তাহলে বুঝতে হবে যে আপনার ফাইলটা Rename করা আছে আপনার পছন্দমত নাম দিলে কাজ হবে না ওটাকেSardu’র দেয়া নির্দিষ্ট নামে Rename করতে হবে নামটা কি হবে তা দেখার জন্য নির্দিষ্ট ফাইলটির উপর মাউস পয়েন্টার ধরুন তাহলে নাম সহ বর্ণনা পাবেন যেমন আমি Windows XP Professional এর নামের উপর মাউস ধরলাম মেসেজ দেখাচ্ছে-Not Downloadable (মানে ওটা ডাউনলোড করা যাবে না), নাম হিসেবে দেখাচ্ছে Install_XP_ Pro (সবুজ তীর চিহ্নিত) তার মানে এর নাম দিতে হবে Install_XP_ Pro সাথে একটি * (Star)চিহ্নও আছে এর মানে আপনি Install_XP_ Pro এর শেষে আরো কিছু যুক্ত করতে পারবেন তবে মাঝখানে ফাঁকা রাখা যাবে না যেমন Install_XP_ Pro_32bit এভাবে আপনার ISO ফাইলটি Rename করে নিন তারপরRefresh বাটনে ক্লিক করুন (সবুজ তীর চিহ্নিত)

 
 আপনার USB Device (Pendrive) টি পিসিতে যুক্ত করুন তারপর Search USB বাটনে ক্লিক করুন (কালো তীর চিহ্নিত)
 

 
 USB Device এর লিস্ট দেখাবে (কালো তীর চিহ্নিত) আপনার একাধিক USB Device পিসিতে সংযুক্ত থাকলে একটি সিলেক্ট করে দিন যেটাকে Multi Boot USB করবেন (USB তে কোন গুরুত্বপূর্ণ ডাটা থাকলে কোথাও সেভ করে নিন)
 

 Make a USB বাটনে ক্লিক করুন (কালো তীর চিহ্নিত)

আপনি যদি Multi Boot USB তৈরি না করে Multi Boot CD/DVD তৈরি করতে চান তাহলে Make a ISOবাটনে ক্লিক করুন (কালো তীর চিহ্নিত) ISO তৈরি করলে পরে CD/DVD তে রাইট করতে পারবেন আর সরাসরি CD/DVD তে রাইট করতে চায়লে নিচের বাটনে ক্লিক করতে পারেন তবে আগে ISO তৈরি করাই ভাল

 
১০ আমি ISO তৈরি করবো তাই Make a ISO বাটনে ক্লিক করলাম Browse করে দিখেয়ে দিতে হবে আমারISO ফাইলটা কোথায় সেভ হবে

 
১১ নিচের মত Multi Boot ISO ফাইলগুলো Extract হয়ে কপি হতে শুরু করবে ফাইলগুলোর সাইজের উপর ভিত্তি করে সময় লাগবে
 

 
১২ কপি শেষে নিচের মত Successful মেসেজ আসবে অপেক্ষা করুন এ সময় কিছুই করার প্রয়োজন নেয়

  
১৩ এবার আপনার Multi Boot ISO তৈরির কাজ শুরু হবে

 
১৪ অবশেষে নিচের মত Successful মেসেজ আসবে আপনার Multi Boot ISO তৈরি হয়েগেছে Sardu ক্লোজ করে দিন আর Multi Boot ISO টি CD/DVD তে রাইট করে নিন ISO কিভাবে রাইট করবেন তা জনার দরকার হলে আমার Image BurnerNero নিয়ে পোষ্টগুলো দেখতে পারেন
 

১৫। এবার পেনড্রাইভ থেকে পিসি বুট করালে নিচের মত Boot Menu আসবে।




আরও পড়ুন Multiboot Windows USB with SARDU.

Download: HomepageCNETSoftpedia,  

No comments:

Post a Comment