Macrium Reflect - ডিস্ক, পার্টিশান বেক আপ নেয়ার জন্য দারুন কাজের

Sunday, March 2, 2014


কম্পিউটারের ডাটা অর্থাৎ হার্ডডিস্কের কোন File, Partition বা পুরো Hard Disk Backup নেয়ার জন্য যে সব সফটওয়ারের নাম বলা যায় এদের মধ্যে Macrium Reflect আছে প্রথম সারিতে অন্যান্য Backup-per Softwareএর মত এই Software দিয়ে তৈরি Backup Image এ ও Password দেয়ার সুবিধা রয়েছে, রয়েছে Compression Level বাড়ানো/কমানোর সুবিধা সহ আরো অনেক কিছু এটি যদিও Professional Software তবে Home Userদের জন্য এর Free Version ও রয়েছে কম সময়ে Backup Image তৈরি আর Restore করার মাধ্যমে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারেন এই Software এর মাধ্যমে এর মাধ্যমে আমরা একটি Partition Backup এবং তা কিভাবে Restore করতে হয় তা দেখবো


Backup Image তৈরি এবং তা Restore করার জন্য সফটওয়ারটি পিসিতে ইনস্টল করে সেখান থেকেই আপনার সুবিধামত কাজটি করতে পারেন তবে System Drive (Operating System Drive) Restore করার জন্য প্রয়োজন হবে এর Bootable CD আপনি এর Bootable CD টাও তৈরি করতে পারেন এই Software দিয়ে দুই ধরনেরBootable CD তৈরি করা যায় একটি Linux PE এবং অন্যটি Windows PE Linux PE দিয়ে শুধু Backup Image কে Restore করতে পারবেন এছাড়া আর কোন সুবিধা পাবেন না আর Windows PE দিয়ে সব ধরনের সুবিধাই পাবেন তবে Windows PE Bootable Disk তৈরি করতে আপনার পিসিতে WAIK (Windows Automated Install Kit) Installed থাকতে হবে যার সাইজটা অনেক বেশি Limited Net User দের পক্ষে তাDownload করা কঠিন আমি আপনাদের জন্য তাই Bootable Windows PE CD টি আপলোড কর দিলামডাউনলোড করতে পারেন Google Drive থেকে

একই রকম কাজের জন্য আমরা এর আগে Acronis HomeNorton GhostAcronis Enterprise এর ব্যবহার দেখেছি।

Back up:
 সফটওয়ারটি Install করে Run করে নিন বা Windows PE Bootable Disk দিয়ে পিসি Boot করুন Disk Image Button এ ক্লিক করুন নিচের মত Page আসবে

 আমরা System Drive অর্থাৎ যে ড্রাইভে Operating System আছে সেই ড্রাইভটি Backup নেবো এ জন্য উপরের Backup Menu থেকে Image Local Drives... এ ক্লিক করতে হবে

অথবা Install all local drives on this computer. বাটনে ক্লিক করতে হবে

 নিচের মত Page আসবে ওখানে আপনার পিসিতে কয়টা Drive আছে তার তালিকা দেখাবে আপনি আপনার পছন্দমত Drive টিতে Tick Mark দেবেন আমি আমার Windows Drive টিতে Tick Mark দিয়েছি

 আপনার Back up Image এর Destination ঠিক করার জন্য Browse Button (Mouse চিহ্নিত) এ ক্লিক করুন

Back up Image টি কোথায় Save করবেন তা দেখিয়ে দিন

 Use the Image ID as the file. (Recommended) অপশন থেকে Tick Mark তুলে দিন এবার Backup Filename: এর জায়গায় আপনার পছন্দমত নাম দিন একটা আমি Windows দিয়েছি তারপর Next Button এ ক্লিক করুন

 এখানে আপনার Backup Image এর একটি বর্ণনা দেখাবে নিচে বামপাশে Advanced Option নামে একটিButton আছে ওটাতে ক্লিক করলে বেশকয়েকটি অপশন আসবে আপনি ইচ্ছা করলে পছন্দমত কোন অপশন ব্যবহার করতে পারেন যদি আপনি না বুঝেন বা কম অভিজ্ঞ ব্যবহারকারী হয়ে থাকেন তবে ব্যবহার না করাই ভাল সবশেষে Finish Button এ ক্লিক করুন 


 Backup Process শুরু হবে অপেক্ষা করুন

 কাজ শেষ হলে Successful মেসেজ পাবেন OK>Close দিন আপনার Backup Image তৈরি হয়েগেছে যারExtension হবে mrimg (Macrium Image)




Restore:
 আগের মত সফটওয়ারটি Install করে Run করে নিন বা Windows PE Bootable Disk দিয়ে পিসি Bootকরুন Restore Button  (Mouse চিহ্নিত) এ ক্লিক করুন নিচের মত Page আসবে


 আপনার পিসিতে থাকা Backup Image টি এখানে লিস্টে দেখাবে যদি না দেখায় তাহলে Browse for an image or backup file to restore বাটনে ক্লিক করুন

 Browse করে দেখিয়ে দিন আপনার Backup Image টি কোথায় আছে

 তাহলে Backup Image (Mouse চিহ্নিত) টি এখানে লিস্টে দেখাবে

 Backup Image এর নিচে Action Button থেকে Restore this partition... এ ক্লিক করুন


অথবা ডানপাশে Restore Image বাটনে ক্লিক করুন


 এখানে আপনার Backup Image টিও দেখাবে (উপরে সারিতে)  আবার Hard disk এর Partition গুলোও দেখাবে (নিচের সারিতে) Backup Image টিতে Tick Mark দেয়া থাকবে না থাকলে Tick Mark দিতে হবেযেমন আমি দিলাম


 এবার নিচের সারিতে থাকা আপনার Hard disk এর Drive গুলো থেকে কোন ড্রাইভে Image টি Restoreকরবেন সেই ড্রাইভে ক্লিক করুন ক্লিক করলে Drive টি Select হবে (Underline Marked) তারপর Next Buttonএ ক্লিক করুন

 এখানে আপনার Restore Image এর একটি বর্ণনা দেখাবে নিচে বামপাশে Advanced Option নামে একটিButton আছে ওটাতে ক্লিক করলে বেশকয়েকটি অপশন আসবে আপনি ইচ্ছা করলে পছন্দমত কোন অপশন ব্যবহার করতে পারেন যদি আপনি না বুঝেন বা কম অভিজ্ঞ ব্যবহারকারী হয়ে থাকেন তবে ব্যবহার না করাই ভাল সবশেষে Finish Button এ ক্লিক করুন


 ডাটা মুছে যাবে সেই রকম Warning Massage আসবে Continue দিন

১০ Restore Process শুরু হবে অপেক্ষা করুন

১১ কাজ শেষ হলে Restore Completed মেসেজ পাবেন আপনার Image Restore হয়েগেছে OK>Close দিনএবার Restore এর কাজটি সঠিকভাবে হয়েছে কিনা পরীক্ষা করে দেখুন


Downlaod: Home PageSoftpediaCNET.

No comments:

Post a Comment