কম্পিউটারে যেকোন একটি ফাইল খোঁজতে গেলে আমরা Search (F3) অপশন ব্যবহার করি। এর মাধ্যমে খুব সুন্দরভাবে যেকোন ফাইল খোঁজে বের করা যায়। আর Everything হলো সেই রকম একটি টুল যা দিয়ে Search এর কাজটি করা যায় অত্যন্ত স্বল্প সময়ে এবং সহজে। এটি দিয়ে যেকোন Files, Folders খোঁজার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। ছোট্ট এ টুলসটি কম্পিউটারের কোন শক্তিও খরচ করে না। ফলে পিসি স্লো হবে সেই চিন্তাও নেই। এটি Windows এর সকল ভার্সনে ব্যবহার করা যায়।
ফ্রী এই টুলটি’র সাইজ খুব ছোট এবং Setup এবং Portable দুই ভার্সনেই পাওয়া যায়।
No comments:
Post a Comment