Multiboot Windows USB-Windows XP, Windows7, Windows8, Windows Live রাখুন একটি পেনড্রাইভেই

Sunday, March 2, 2014



Multiboot USB নিয়ে এর আগে আমরা কয়েকটি পোষ্ট করেছিলাম যা ছিলো Yumi আর SARDU নিয়ে Multiboot এ আমরা বিভিন্ন Bootable ISO এড করে Bootable Pendrive বা Bootable CD/DVD তৈরি করা দেখেছি তবে এককভাবে Windows এর Multiboot মনে হয় তৈরি করা হয় নি যদিও নিয়ম একই তারপরও কয়েকজন বন্ধুর অনুরোধে আমরা তেমন একটি কাজ করতে যাচ্ছি আজকে আমরা Windows XP, Windows7, Windows এবং Windows Live একসাথে করে কিভাবে Multiboot Windows USB তৈরি করতে হয় তা দেখবো কাজটি করার জন্য আপনাদের লাগবে Windows XP ISO, Windows7 ISO, Windows 8 ISO এবংWindows Live ISO ফাইল অর্থাৎ আপনি যেটি এড করতে চান তার ISO File সাথে SARDU আপনি ইচ্ছে করলে আরো ISO Add/Remove করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক

 আপনার USB Disk টি পিসিতে সংযুক্ত না থাকলে সংযুক্ত করুন তারপর ওটাকে Format করে নিন FAT32তে এবার SARDU সফটওয়ারের ফোল্ডারটি ওপেন করুন ওখানে ISO নামে একটি ফোল্ডার পাবেন
  

 SARDU ফোল্ডারে অবস্থিত ISO ফোল্ডারটি ওপেন করুন আপনি যে যে ISO Add করতে চান তা এখানে রাখুন প্রয়োজন অনুযায়ী Rename করে নিন আমি Windows XP, Windows7, Windows8, Windows Liveএর ISO File গুলো এড করেছি


 SARDU সফটওয়ারটি রান করে Windows Button এ যান দেখবেন আপনার Add করা ISO File গুলোতে ঠিক চিহ্ন দেয়া আছে যদি ঠিক চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার এড করা ISO ফাইলটিকে Renameকরতে হবে Rename করার পর Refresh Button এ ক্লিক করুন


 Search USB বাটনে ক্লিক করুন
  

 আপনার USB টি এখানে দেখাবে যদি একাধিক USB পিসিতে সংযুক্ত থাকে তাহলে লিস্ট থেকে একটি নির্দিষ্ট করে দিন


 এবার Build USB বাটনে ক্লিক করুন

 কিছুক্ষণের মধ্যে নিচের মত একটি মেসেজ আসতে পারেন Yes দিন SARDU কাজ শুরু করবে সবগুলো ফাইল আপনার USB তে কপি হবে অপেক্ষা করুন



 কাজ শেষ হলে নিচের মত মেসেজ আসবে USB Safely Remove করুন প্রয়োজন মনে করলে কোথাও একটাUSB Backup Copy রেখে দিন যাতে পরবর্তীতে কোন একটা সমস্যা হলে সহজে Restore করে নিতে পারেন

How to Use?
USB টি Bootable করেছেন কিন্তু ওটা থেকে কিভাবে Windows Setup দেবেন তারও কিছু নিয়ম মানতে হবেআর তাহলো প্রথমবার USB থেকে PC Boot করে Windows Setup শুরু করুন পরেরবার থেকে BIOS Settings পরিবর্তন করে 1st Boot Device HDD করে দিন যাতে USB থেকে PC Boot না করে ফলে USB PCতে লাগানো থাকলেও USB থেকে আরো Boot করবে না এক্সপি Setup করার জন্য দুটো মেন্যু আছে ১ম Menuটা দিয়ে প্রথমবার Setup করুন পরের বার থেকে ২য় Menu বা 1st Boot Device HDD দিয়ে কাজ শেষ করুন

Name of ISO:
যে ISO আপনি এড করবেন তা SARDU’র নিয়ম মত দিতে হবে যাতে SARDU ঐ ISO কে চিনতে পারে। অর্থাৎ আপনার ISO গুলোকে Rename করে দিতে হবে। প্রত্যেকটা Menu’র উপর মাউস ধরলেই তার নাম দেখায়। তারপরও নিচে আপনাদের জন্য আমি কিছু ISO এর নাম কি দেবেন তা দিয়ে দিচ্ছি। ঐ নামেই আপনার ISO গুলোRename করে নিন।


Windows ISO:.
Windows
Page for Download
Name of ISO
Install XP Pro

Install_XP_pro*.iso
InstallXP home

Install_XP_home*.iso
InstallXP 64

install_XP_x64*.iso
Install Seven

InstallWin7*.iso



Antivirus:


Utility:


Linux:


Download: HomepageCNETSoftpedia  

No comments:

Post a Comment