BlueGriffon - ওয়েবপেজ এডিটর

Sunday, March 2, 2014

ওয়েবপেজ এডিট করার জন্য আমরা MS FrontPage নিয়ে কাজ করেছি। বর্তমানে অনেক সফটওয়ার বের হয়েছে যা দিয়ে সুন্দর ও সহজভাবে Webpage Edit করা যায়। এর আগে আমরা সেই রকম একটি সফটওয়ার নিয়ে পোষ্ট করেছিলাম যার নাম KomPozer। BlueGriffon ও সেই রকম একটি সফটওয়ার যা দিয়ে যেকোন ওবেপেজ এডিট করা যায়। আধুনিক মানের ওয়েবপেজ এডিট করার জন্য সফটওয়ারটি দারুন কাজের হতে পারে অভিজ্ঞ এবং নতুন ইউজারদের কাছে। এর ব্যবহার তেমন কঠিন না হওয়ায় নতুন ইউজাররাও ব্যবহার করতে পারবেন।

এই সফটওযারটিতে নিজস্ব HTML5, CSS, Java Scripting রয়েছে যা জনপ্রিয় সব ব্রাউজারেই সমর্থন করে। সফটওয়ারটি একটি ফ্রী টুল এবং Windows, Mac, Linux এ চালানো যাবে। সেটাপ এবং পোর্টেবল দুই ভার্সনেই পাওয়া যাবে। এর রয়েছে অনেকগুলো Add-ons যা পছন্দমত ইউজাররা ব্যবহার করতে পারে।


ডাউনলোডঃ HomepageSoftpediaCNETPoratbleapps

No comments:

Post a Comment