Genuine Windows Activation Backup and Restore করা যায় কিভাবে?

Sunday, March 2, 2014



Genuine Windows Activation Backup and Restore নিয়ে ভেবেছেন কি কখনো? অথবা MS Office Activation Backup and Restore নিয়ে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ধরুন আপনি Genuine Windows ব্যবহার করেন এবংActivated ও করেছেন কিন্তু কিছুদিন পর Windows এ সমস্যা দেখা দিয়েছে এবং নতুনভাবে Windows দিয়েছেনতাহলে কি আপনার পূর্বের Windows Activation টা আর থাকবে? না, থাকবে না সাধারণত Windows বা OfficeActivation এর জন্য Microsoft Server এর সাথে Connected হতে হয় তাছাড়া অনেক সময় বিস্তারিত তথ্য নিয়ে যোগাযোগ করতে হয় Microsoft Support Centre এর সাথে এত কষ্ট করে অর্জন করা Activation যদি Backupনিয়ে পরবর্তীতে Restore করা যেতো তাহলে কেমন হতো? নিশ্চয় দারুন তাই না? হ্যাঁ, কাজটি কঠিন হলেও আমি আজকে সেই রকম একটি বিষয় নিয়ে টিউটোরিয়াল লিখবো


Windows এর Backup নেয়ার জন্য আমরা এখানে দুটো Software ব্যবহার করবো সাধারণত Windows এরActivation টা নিচের ঠিকানায় থাকে

For Win 7:
%SystemDrive%\Windows\ServiceProfiles\NetWorkService\AppData\Roaming\Microsoft\SoftwaePlatform\Tokens.dat

%SystemDrive%\Windows\System32\spp\tokens\pkeyconfig\pkeyconfig.xrm-ms

64 bit এর জন্য নিচেরটাও
%SystemDrive%\Windows\SysWOW64\spp\tokens\pkeyconfig\pkeyconfig.xrm-ms

Win8:
Windows\System32\spp\store


Advanced Tokens Manager:
 সফটওয়ারটি Administrator হিসেবে রান করুন নিচের মত দেখবেন Activation Backup এ ক্লিক করুনYes/No আসলে Yes দিন
Default হিসেবে Windows Activation Set থাকে Office Activation Backup নিতে চায়লে নিচের বামপাশেOffice Activation Backup বাটনে ক্লিক করুন তারপর Activation Backup এ ক্লিক করুন 


 অপেক্ষা করুন কিছুক্ষণ পর একই জায়গায় (যে জায়গায় Advanced Tokens Manager আছে) Windows Activation Backup নামে একটি Folder তৈরি হবে Office এর ক্ষেত্রে ফোল্ডারটি Office Activation Backupনামে তৈরি হবে


ওখানে Config আর Tokens নামে দুটো ফাইল পাবেন ওগুলোই আপনার Activation Backup ফাইল Windows Activation Backup নামের পুরো ফোল্ডারটি Advanced Tokens Manager সহ Save করে রেখে দিন


 যখন Restore করার দরকার হবে তখন Backup নেয়া ফোল্ডার থেকে Advanced Tokens Manager টুলটি রান করুন (Windows Activation Backup ফোল্ডারটিও একই জায়গায় থাকতে হবে) Activation Backup এর জায়াগায় Restore Activation দেখতে পাবেন (মূলত Advanced Tokens Manager টুলটির সাথে Windows Activation Backup ফোল্ডারটি থাকলে তাহলেই Restore Activation অপশনটি পাবেন তাই Backup নেয়ার সময় Activation Backup ফোল্ডারটি ডিলিট করে তারপর কাজ করুন)

 Restore Activation এ ক্লিক করুন Yes/No আসলে Yes দিন সবশেষে পিসি Restart দিন


Activation Backup and Restore (ABR):
সফটওয়ারটি প্রথমে Vista এর জন্য তৈরি করা হয়েছিল তবে সেটিকে Windows এর উপযোগী করা হয়েছে এখন এটি এখনো বিটা ভার্সনে আছে এবং উন্নয়নের কাজ চলছে
 Activation Backup নামের সফটওয়ারটিকে Administrator হিসেবে Run করুন


নিচের মত পাবেন Backup Complete দেখলে এন্টার চাপুন


 তাহলে একই জায়গায় backup-cert এবং backup-key নামে দুটো ফাইল পাবেন ওগুলোই আপনার Activation Backup ফাইল backup-key তে আসল Product Key টি পাবেন


 যখন Restore করার দরকার হবে তখন Activation Restore নামের ফাইলটাকে Administrator হিসেবে Runকরে অপেক্ষা করুন

সীমাবদ্ধতাঃ
 Advanced Tokens Manager রান করতে MS.Net Framework 4.0 লাগবে
 টুলগুলো এখনো টেস্টিং পর্যায়ে আছে তাই এগুলো ১০০% কাজ করবে না তাছাড়া Windows এর ভার্সন এবং পিসি না মিললেও কাজ করবে তেমন নিশ্চয়তা নেই অর্থাৎ Backup আর Restore এর জন্য একই Windows Version এবং একই পিসি হতে হবে

No comments:

Post a Comment