AOMEI Backupper - ডিস্ক, পার্টিশান যা কিছু ইচ্ছা বেক আপ নিন।

Sunday, March 2, 2014

বর্তমানে ডাটা বেক আপ রাখা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন একটি হার্ডডিস্কের কোন Partition বা পুরো Hard Disk টি অন্য কোথাও Backup রাখা এবং পরবর্তীতে অন্য Hard Disk এ তা Restore করা আগের দিনে কাজটি একটু কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার ছিল বটে কিন্তু এখন তা তেমন কোন কঠিন বিষয় নয় বর্তমানে বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে কাজটি খুব সহজে মাত্র কয়েকটি ক্লিকেই করা যায় সে রকম অনেকগুলো সফটওয়ারের মধ্যেAOMEI Backupper একটি এটি Hard Disk, USB Flash Drive, Portable Hard Disk এর Data Back Upএর কাজে ব্যবহার করা যায় Free কিন্তু অধীক ফিচার সমৃদ্ধ সুন্দর User Interface এবং সহজ ব্যবহারবিধির কারণে Tool টি ইতিমধ্যে জনিপ্রয়তা অর্জন করেছে আজকে আমি এটি দিয়ে একটি Bootable USB Flash Driveএর Backup কিভাবে নিতে হয় এবং কিভাবে তা Restore করতে হয় তা দেখাবো


Back up:
 সফটওয়ারটি ডাউনলোড করে Install করে নি তারপর Bootable USB Flash Drive টি পিসিতে সংযুক্ত করে সফটওয়ারটি রান করুন বামপাশের Title গুলো থেকে Backup বাটনে ক্লিক করুন তিনটি Option আছে এখানেDisk BackupPartition BackupSystem Backup আমরা USB Backup নেয়ার জন্য Disk Backup এ ক্লিক করবো
Hard Disk এর কোন Drive Backup নিতে চায়লে Partition Backup এবং আপনার Operating System Drive Backup নিতে চায়লে System Backup এ ক্লিক করতে হবে


 Disk Backup এ ক্লিক করার পর নিচের মত আসবে ওখান Step 1 হলো আপনি কোন Disk টি Backup নিতে চান সেটা Select করার Option আর Step 2 হলো Backup Image টি কোথায় রাখতে চান তার Browsing Address. Step 1 এ ক্লিক করুন

 আপনার পিসিতে কয়টা Disk আছে তার List দেখাবে আপনার Disk টি (এখানে Bootable USB Flash Drive) Select করে Add Button এ ক্লিক করুন
Hard Disk, USB Flash Drive এগুলো প্রত্যেকটি এক একটা Disk এভাবে আপনার পিসিতে যতটা Disk লাগনো আছে সব কটি দেখাবে এখানে Disk Serial No, Brand Name এবং Size দেখে চিনে নিতে হবে কোনটি কোনDisk


 আগের জায়গায় চলে আসবে এবার Step 2 এ ক্লিক করুন

 আপনার Backup Image টি কোথায় রাখতে চান তা Browse করে দেখিয়ে দিন

 ইচ্ছে করলে আপনার Backup Image টির নামও দিতে পারেন Default Name থাকে Disk Backup আমি পরিবর্তন করে Multiboot দিলাম এখানে Backup Option এ ক্লিক করলে কয়েকটি অপশন আসবে আপনি ইচ্ছা করলে পছন্দমত কোন অপশন ব্যবহার করতে পারেন যদি আপনি না বুঝেন বা কম অভিজ্ঞ ব্যবহারকারী হয়ে থাকেন তবে ব্যবহার না করাই ভাল সবশেষে Start Backup>> Button এ ক্লিক করুন

 Backup Process শুরু হবে অপেক্ষা করুন

 কাজ শেষ হলে Successful মেসেজ পাবেন আপনার Backup Image তৈরি হয়েগেছে আপনার দেয়া নামের একটি ফোল্ডারের ভিতর একই নামে Backup Image টি সেভ হবে যার Extension হবে .adi (AOMEI Disk Image) Finish দিন


Restore:
 যে Flash Drive এ Restore নেবেন সেটি পিসিতে সংযুক্ত করে সফটওয়ারটি রান করুন বামপাশের Title গুলো থেকে Restore বাটনে ক্লিক করুন আপনার পিসিতে থাকা Backup Image টি এখানে লিস্টে দেখাবে


 যদি না দেখায় তাহলে Path বাটনে ক্লিক করে দেখিয়ে দিন আপনার Backup Image টি কোথায় আছে

 এখানে প্রথমে Backup Image Select করতে হবে Select না করে পরবর্তী Step এ যাওয়া যাবে না

 Select করার পর Next Button এ ক্লিক করুন

 আপনার Select Backup Image টির Used Space,  Free Space দেখাবে সাইজ দেখেই বুঝে নিতে পারবেনImage টি Restore করার জন্য আপনার কত সাইজের পেনড্রাইভ দরকার ওটি Select করে Next দিন

 আপনার পিসিতে কয়টা Disk আছে তার List দেখাবে আপনার Disk টি (এখানে Bootable USB Flash Drive) Select করে Next Button এ ক্লিক করুন

 আপনাকে মেসেজ দিয়ে জানাবে যে আপনি যেই Disk টিতে Image Restore করতে চাচ্ছেন তাতে কোন ডাটা থাকলে তা মুছে যাবে এবং তা Over Written হবে তার মানে পরবর্তীতে ডাটাগুলো উদ্ধার করা অসম্ভব হতে পারেতাই গুরুত্বপূর্ণ কোন ডাটা থাকলে তা Backup নিয়ে রাখুন আপনি Continue করার জন্য Yes দিন

 নিচের মত অপশন আসবে এখানে Edit Partitions on the destination disk এ ক্লিক করলে কয়েকটি অপশন আসবে আপনি ইচ্ছা করলে পছন্দমত কোন অপশন ব্যবহার করতে পারেন তবে ব্যবহার না করাই ভাল কারণ আমাদের বর্তমান কাজের জন্য তার দরকার নেই সুতরাং Start Restore>> বাটনে ক্লিক করুন

 Restore Process শুরু হবে অপেক্ষা করুন

১০ কাজ শেষ হলে Successful মেসেজ পাবেন আপনার Image Restore হয়েগেছে Finish দিয়ে সফটওয়ারটিClose করে দিন এবং USB টি Safely Remove করুন

এই Software টি দিয়ে Partition এবং Hard Disk Clone সহ আরো অনেক কাজ করা যায় এর Bootable Linuxএবং Windows PE Disk ও তৈরি করা যায়। Windows PE দিয়ে সব ধরনের সুবিধাই পাবেন তবে Windows PE ডিস্ক তৈরি করতে হলে WAIK (Windows Automated Install Kit) লাগবে এর সাইজ বেশি যা ডাউনলোড করা কঠিন আমি আপনাদের জন্য তাই Bootable Windows PE CD টি আপলোড কর দিলাম ডাউনলোড করতে পারেন Google Drive থেকে  ভাল লাগলে সফটওয়ারটি ডাউনলোড করে নিতে পারেন

Downlaod: Home PageSoftpediaCNET.

No comments:

Post a Comment