যারা Office 2010 ব্যবহার করছেন তাদের জন্য খুশির খবর হলো যে Microsoft ইতিমধ্যে Office 2010 এর জন্যService Pack 2 ছেড়েছে। এর ফলে Office 2010 এ যুক্ত করা হয়েছে আরো অনেক Security, Features এবংFixed করা হয়েছে Common কিছু Bug। সুতরাং আপনি যদি Office 2010 ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকে, এক্ষণিই Service Pack 2 Download দিয়ে Install করে নিন। Install করা তেমন কোন ঝামেলার বিষয় নয়, অত্যন্ত সহজ। আমাদের পোষ্টটি হলো এই Service Pack 2 Slip-streaming নিয়ে। অর্থাৎ যারা ইতিপূর্বে Office 2010 Silent Install করেছেন সেই Silent Install এ কিভাবে এই Update Pack টি যুক্ত করবেন তা নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা Office2003 Service Pack Slipstreaming নিয়ে লিখেছিলাম।
How to Slipstream Office 2010 Service Pack 2:
কাজটি মোটেই কঠিন নয়। আমরা দুভাবে কাজটি করে দেখাবো এখানে। একটি হলো DOS Command দিয়ে এবংUnzip Software দিয়ে। প্রথমে নিচের লিংক থেকে আপনার দরকারী Service Pack 2 টি ডাউনলো করে নিন।তারপর নিচের নিয়মে কাজ করে যান যে নিয়মটা ভাল লাগে। আমি এখানে Office 2010 32Bit Slipstream করে দেখাবো। মূল কাজ হলো Service Pack 2 ফাইলটি Office 2010 এর নির্দিষ্ট Version এ অবস্থিত Updatesফোল্ডারে Extract করা।
Command Prompt Or Batch File:
officesp2010-kb2687455-fullfile-x86-en-us.exe /extract:"G:\Office File\Office_2010\x86\Updates"
এখানে officesp2010-kb2687455-fullfile-x86-en-us.exe হলো আপনার Service Pack (x86) টি’র নাম যেটিOffice 2010 এ সংযুক্ত করবেন। আর "G:\Office File\Office_2010\x86\Updates" হলো আপনার Office এরLocation যেখানে Office_2010 32 Bit Save করেছেন। আপনি এখানে আপনার Location টি দিয়ে দেবেন।
২। Batch File টি Save করুন আপনার Service Pack 2 এর সাথে একই Directory তে।
৩। Batch File টি রান করুন। Yes/No আসলে Yes দিন। নিচের মত License Agreement Accept করেContinue দিন।
৪। নিচের মত প্রসেসিং শুরু হবে। অপেক্ষা করুন।
কিছুক্ষণের মধ্যে Complete Massage আসবে। OK দিন।
৫। এখন আপনার Office_2010\x86\Updates এ গিয়ে দেখুন Service Pack 2 এর সবগুলো ফাইল জমা হয়েছে।
আপনি ইচ্ছা করলে অন্য কোন জায়গায় Extract করে তা Updates Folder এ কপি করে দিলে তাও হবে।
7zip:
১। Service Pack 2 এর উপর রাইট ক্লিক করে 7-zip>Extract Files... দিন।
২। Brows করে দেখিয়ে দিন আপনার Office_2010\x86\Updates ফোল্ডারটি কোথায় আছে।
৩। Extract হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। Extract হওয়ার পর উপরের ৫ নং স্টেপের মত আপনার ফাইলগুলো দেখুন ঠিকভাবে জমা হয়েছে কি না।
How to Install:
উপরে আমি দুটো নিয়মেই Office 2010 32Bit Slipstream করে দেখিয়েছি। আপনার প্রয়োজন হলে একই নিয়মে 64 Bit ও Slipstream করতে পারেন। যেকোন নিয়মে Slipstream করার পর আপনি Office_2010_x86 Installকরুন। Office_2010_x86 হওয়ার পর Update Pack বা Service Pack 2 টা Install হয়ে যাবে। যারা Silent Install করবেন তাদের জন্য আলাদা কোন কমান্ড দরকার নেই। Slipstream করার পর Silent Install কমান্ড দিন।তাহলে প্রথমে Office_2010 Install হবে তারপর Service Pack Install হবে। Install এর সময়টাও তাই প্রায় দ্বিগুণ মত।
How to See Office 2010 Version:
আপনার Office 2010 এর Update pack Installed করেছেন যখন একবার দেখতে ইচ্ছা করছেনা? হ্যাঁ, আমরা এখন Office 2010 Version Check করবো।
১। MS Word Run করুন। File>Help এ যান। আপনার Office সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এখানে। এবারAdditional Version and Copyright Information এ ক্লিক করুন।
২। সবার উপরে প্রথমে লাইনেই দেখবেন আপনার ভার্সনটি।
No comments:
Post a Comment