USB Flash Drive কে Bootable হিসেবে ব্যবহারের কাজটি দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এর Data Transfer Rateবেশি হওয়ায় এর মাধ্যমে দ্রুত কাজ করা যায়, বহন করাও সহজ CD/DVD ROM প্রয়োজন হয় না। বর্তমানে সকল Operating System এই USB Flash Drive দিয়ে Install করা যায়। তাছাড়া এমন কিছু টুল আছে যেগুলো ব্যবহারের জন্য USB Flash Drive এর বিকল্প হয় না। তাই সঙ্গত কারণে USB Flash Drive কে Bootable করাটা যেমন জরুরী, তেমনি এটি Backup নেয়া এবং Restore করাটাও জরুরী। কারণ কোন কারণে USB Flash Driveটি হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা অনুরূপ আরেকটি USB Flash Drive তৈরি করতে চায়লে Backup এবংRestore করতে পারলে কাজটি অনেক সহজ হয়ে যায়। কারণ Bootable USB কে কপি পেস্ট করলে তা কাজ করে না।
আমরা একাজটি করার জন্য USB Image Tool নামের একটি টুল ব্যবহার করবো যা ফ্রীতে ব্যবহার করা যায় এবং যার ব্যবহার অত্যন্ত সহজ।
Backup নেয়ার পদ্ধতিঃ
১। USB Flash Drive টি পিসিতে সংযুক্ত করুন।
২। USB Image Tool রান করুন। USB Drive টি Select করুন যেটা Backup নেবেন।
৩। Device>Backup বাটনে ক্লিক করুন।
৪। একটি নাম দিয়ে Brows করে কোথায় Save করবেন দেখিয়ে দিন।
৫। Backup Processing শুরু হবে। এ সময় পিসি Slow হতে পারে। একটু অপেক্ষা করুন।
৬। Backup শেষে টুলটি আবার Home page ফিরে যাবে।
Restore করার পদ্ধতিঃ
Backup নেয়ার পদ্ধতি জানা থাকলে Restore করার নিয়মটা অবশ্যই পারা যাবে।
১। USB Flash Drive টি পিসিতে সংযুক্ত করুন।
২। USB Image Tool রান করুন। USB Drive টি Select করুন যেটাতে Restore নেবেন।
৩। Device>Restore বাটনে ক্লিক করুন।
৪। Brows করে Backup File টি কোথায় আছে দেখিয়ে দিন।
৫। Restore করবেন কি না তা Confirm করার Massage আসতে পারে। Yes দিন।
৬। Restore Processing শুরু হবে। এ সময় পিসি Slow হতে পারে। একটু অপেক্ষা করুন।
৭। Restore শেষে টুলটি আবার Home page ফিরে যাবে।
এ টুলটি Sector by Sector Data Save করে। এতে ডাটা থাকুক আর নাই থাকুক পুরো ডিস্কটি কপি হয়। তাই সেভ করার পর Backup Image এর সাইজটি USB Flash Drive এর সমান হয়ে থাকে। সুতরাং যারা Bootable USBছাড়া শুধু Flash Drive এর ডাটা Backup নেবেন তারা এ টুলটি ব্যবহার না করাই ভাল। এ ধরনের কাজ করার জন্য WinUSB Maker ও ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment