মাঝে মধ্যে Hard Disk বা Removable Disk এ Bad Sector জনিত সমস্যা দেখা দেয়। এর ফলে Disk এরRead/Write Speed কমে যায়, Data Loss হয় বা Computer Data Read করতে পারে না যার ফলে পিসি Hangকরাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় USB Disk বা Memory Card এ কোন কিছু রাখলে তা কোথাও হারিয়ে যায় বা থাকলেও তা Open করা যয় না। আমরা ইতিপূর্বে Bad Sector Repair নিয়ে বিভিন্ন পোষ্ট করেছি। এটিও তেমন একটি টিউটোরিয়াল যা দিয়ে Corrupted Disk কে Repair করার চেষ্টা করা হয়।আজকে আমরা একটি Corrupted USB Flash Drive এ Clean Command প্রয়োগ করা দেখবো।
Clean এবং Clean all দুটি কমান্ড। এগুলো অনেকটা Normal Format & QuickFormat এর মত। Clean কমান্ডে কম সময় দরকার আর Clean all কমান্ডে বেশি। Clean কমান্ডের ফলে সব Data মুছে যায় ঠিক তবে ততক্ষণাৎOverwritten হয় না বরং নতুন Data Write হওয়ার পরই তা Overwritten হয়। ফলে নতুন ডাটা Write না হলে পরবর্তীতে শক্তিশালী Data Recover Software ব্যবহার করে কিছু Data Recover ও করা যেতে পারে। কিন্তুClean all কমান্ড ডাটা মুছার সাথে সাথে তা Overwritten ও করে। তাই এতে দীর্ঘ সময় দরকার হয়। এটি Data Destruction এর কাজেও ব্যবহার করা হয়। 320GB এর Disk এর জন্য Clean all কমান্ড প্রায় ১ঘন্টা মত সময় নিতে পারে। Clean all কমান্ডটি কোন ডিস্কে বার বার প্রয়োগ করা ভাল নয়, বিশেষ করে Removable Disk এ।এতে ঐ Disk এর Recycling Life বা স্থায়ীত্ব কমে যাবে।
সতকর্তাঃ
১। এই Command টি প্রয়োগ করার ফলে Disk এর সকল MBR/GPT Partition, Volumes এবং MBR Disk এরসব Hidden Sector Information মুছে যাবে। ফলে আপনার কোন Data থাকবে না। তাই প্রয়োজনীয় Data থাকলে তা Backup নিতে হবে।
২। আপনি যদি কোন Hard Disk এই কমান্ডটি প্রয়োগ করতে চান তাহলে Active Boot Disk (যেই ডিস্কে বর্তমানWindows Running আছে) এ এই Command টি প্রয়োগ করা যাবে না।
৩। অপ্রয়োজনীয় Disk একাধিক থাকলে Remove করে ফেলুন। এটি নিরাপদ এবং কাজ করতে সুবিধা।
পদ্ধতি -১, DOS Command
Windows XP তেও কমান্ডটি আছে। তবে XP তে USB Disk Support করে না। কিন্তু আমরা যেহেতু USB Diskএ কাজটি করবো তাই এই কমান্ডটি প্রয়োগ করবো Windows 7 বা 7 পরবর্তী Operating System দিয়ে। আর হ্যাঁ, কাজটি করতে অবশ্যই Administrative User হতে হবে। তাহলে শুরু করি।
১। আপনার USB Disk টি পিসিতে সংযুক্ত করুন। তারপর My Computer>Manage>Disk Management এ যান। এখানে নিচের মত আপনার Hard Disk, Removable Disk সহ যতটা ডিস্ক পিসিতে লাগানো আছে সবগুলোর তালিকা দেখাবে। আপনি যেই ডিস্কে কমান্ডটি প্রয়োগ করবেন তার বামপাশের অংশে লক্ষ্য করে দেখুন এটি Onlineদেখাচ্ছে কি না। যদি Offline দেখায় তাহলে ওটার উপর Right Click করে Online করে দিন।
২। এবার Start Menu>Programs>Accessories এ গিয়ে Command Prompt এর উপর Right Click করে Run as Administrator দিয়ে Command Prompt রান করুন।
৩। Command Prompt রান হবে।
৪। এবার নিচের মত Diskpart লিখে Enter চাপুন।
নিচের মত Diskpart রান হবে।
৫। এবার List Disk লিখে Enter চাপুন।
৬। List Disk কমান্ড দেয়ার ফলে আপনার পিসিতে কয়টি ডিস্ক লাগানো আছে সবগুলোর তালিকা দেখাবে (যা একটু আগে ১ম নং এ Disk Management থেকে দেখেছি)। এখানে তিনটি বিষয় দেখার আছে। একটি হলো Size।সাইজ দেখেই নির্ণয় করতে হবে আপনার USB Disk কোনটি। কারণ এখানে কোন নাম দেখাবে না। আমার হার্ডডিস্কটি GB তে দেখালেও USB টি দেখাচ্ছে MB এ। USB নির্ণয় করার পর দেখুন এটি’র Serial No কত এবং তা Online এ আছে কিনা। যদিও Online এর বিষয়টি আমরা ১নং অবস্থায়ও দেখেছি। এখানেও দেখা দরকার। এটিOffline দেখালে আমাদের Command কাজ করবে না।
৭। উপরের স্টেপে আমার ডিস্কটি নির্ণয় করেছি যার Serial No 1। এখন সেই Serial No টি বসাতে হবে। এ জন্যSelect Disk 1 লিখে Enter চাপুন।
তাহলে Disk 1 Selected দেখাবে।
৮। এবার আমাদের Final Command প্রয়োগ করবো। এখানে Clean বা Clean all যেটা দরকার লিখে Enterচাপুন। আমি এখানে Clean দিয়েছি। আপনার প্রয়োজন হলে Clean all কমান্ড ব্যবহার করতে পারেন।
আপনার Hard Disk এর সাইজ আর অবস্থা অনুযায়ী সময় লাগত পারে। অপেক্ষা করুন। কাজ শেষে নিচের মতSucceeded Massage পাবেন। অর্থাৎ আপনার কাজ সফল হয়েছে।
৯। এখন ১ম নং এর মত Disk Management এ গেলে দেখবেন আপনার Disk টি Unallocated দেখাচ্ছে। মানে আপনার Disk এর সব কিছু মুছে গেছে।
১০। এখন ঐ Unallocated Disk টাকে নতুন করে Partition এবং Format করতে হবে। আর সেই কাজটি Disk Management থেকেই করতে পারেন। বিস্তারিত দেখুন এখানে।
পদ্ধতি -২, Batch File
DOS নিয়ে কাজ করতে অনেকেই ভয় পান। কারণ কমান্ডগুলো মুখস্থ রাখা কঠিন, কমান্ড দেয়ার সময় সামান্য ভুল হলেও কাজ করে না, তাছাড়া অভিজ্ঞতার দরকারতো আছেই। তাই উপরে যে কাজটি আমরা করেছি তা অভিজ্ঞদের কাছে সহজ বিষয় মনে হলেও নতুনদের জন্য অবশ্যই জটিল। কিন্তু DOS Command গুলো দিয়ে Batch File তৈরি করা হলে কাজটি অত্যন্ত সহজ হয়ে যায়। এতে কমান্ড মুখস্থ করার যেমন দরকার নেই, তেমনি কমান্ড ভুল হওয়ারও ঝামেলা নেই। সেই কারণে আমি উপরের কাজটিকে Batch File এ রূপান্তর করেছি যা নতুনেরাও সহজে ব্যবহার করতে পারবে। শুধু Keyboard থেকে 1,2,3 বসাতে পারলেই হবে। কাজের সুবিধার্থে আমি দুটো আলাদাBatch File তৈরি করেছি। একটি হলো Clean Disk Batch File, অন্যটি Create Partition Batch File।ফাইলগুলোকে আমি Stylish করে বানিয়েছি। এগুলো বিভিন্ন পর্যায়ে কালার পরিবর্তন হবে, আবার লেখার উপর ভিত্তি করে DOS Windows Resize ও হবে। ব্যবহার করলে আরো বিস্তারিত বুঝা যাবে। কাজ করার আগে ফাইলগুলো ডাউনলোড করে নিন।
সতর্কতাঃ
Batch File গুলোতে অনেক জঠিল কমান্ড ব্যবহার করা হয়েছে। অভিজ্ঞ না হলে ওখানে কোন কিছু পরিবর্তন করতে যাবেন না। এতে Batch File যেমন কাজ করবে না, তেমনি সমস্যাও সৃষ্টি করতে পারে।
Clean Disk-Diskpart:
১। আপনার USB Disk টি পিসিতে সংযুক্ত করুন। Clean_Disk Batch File টি’র উপর রাইট ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন। Yes/No চায়লে Yes দিন।
২। নিচের মত Menu নিয়ে মেসেজ আসবে। ওখানে কিছু সতর্ক বার্তা লেখা আছে যে, Clean কমান্ড আপনার ডিস্কের সব ডাটা মুছে দিতে পারে। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে 1 এবং রাজি না থাকলে 2 লিখে Enterদিন।
আমরা যেহেতু কাজটি করতে যাচ্ছি তাই এখানে 1 Enter দেবো।
৩। নিচের মত আসবে। আপনার পিসিতে কয়টি ডিস্ক লাগানো আছে সবগুলোর তালিকা দেখাবে (যা আমরা পদ্ধতি-১ এর ১ম নং এ Disk Management থেকে দেখেছি)। এখানে তিনটি বিষয় দেখার আছে। একটি হলো Size।সাইজ দেখেই নির্ণয় করতে হবে আপনার USB Disk কোনটি। কারণ এখানে কোন নাম দেখাবে না। আমার হার্ডডিস্কটি GB তে দেখালেও USB টি দেখাচ্ছে MB এ। USB নির্ণয় করার পর দেখুন এটি’র Serial No কত এবং তা Online এ আছে কিনা। এটি Offline দেখালে আমাদের Command কাজ করবে না।
আমাদের USB Disk এর Serial No 1। এখন সেই Serial No টি বসাতে হবে। এ জন্য 1 লিখে Enter চাপুন।
৪। নিচের মত Menu আসবে। এটি আমাদের Final Step. এখানে আপনি তিনটি কাজ করতে পারেন। Clean বাClean all কমান্ড দিতে পারেন। আর ইচ্ছে করলে কোনটি না করেই Exit করতে পারেন। Exit করলে Clean বাClean all কোন কমান্ডই কার্যকর হবে না। এ জন্য আপনাকে যথাক্রমে কী-বোর্ড থেকে 1,2 বা 3 ব্যবহার করতে হবে।
আমি এখানে Clean কমান্ড ব্যবহার করবো তাই Menu 1 ব্যবহার করবো। এ জন্য 1 লিখে Enter চাপুন।
৫। অপেক্ষা করুন। প্রসেসিং শুরু হবে। কাজ শেষ হলে নিচের মত Succeeded Massage পাবেন। অর্থাৎ আপনার কাজ সফল হয়েছে। Keyboard থেকে যেকোন কী চাপুন। মেসেজটি চলে যাবে।
৬। Clean Disk এর কাজ শেষ। এরপর আমাদের Disk টি Unallocated দেখাবে। ঐ Unallocated Disk টাকে নতুন করে Partition & Format করতে হবে। কাজটি Disk Management থেকেই করতে পারেন। অথবা একইভাবে খুব সংক্ষিপ্ত সময়ে এবং সহজেই Batch File দিয়ে করতে পারেন। Batch File দিয়ে করতে নিচের নিয়মে কাজটি করুন।
Clean Disk-Diskpart:
১। আপনার USB Disk টি পিসিতে সংযুক্ত না থাকলে সংযুক্ত করুন। Create Batch File টি’র উপর রাইট ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন। Yes/No চায়লে Yes দিন।
২। নিচের মত আসবে। আপনার পিসিতে কয়টি ডিস্ক লাগানো আছে সবগুলোর তালিকা দেখাবে। আগের মত সাইজ দেখেই নির্ণয় করুন আপনার USB Disk কোনটি। USB টি Online এ আছে কিনা একবার দেখুন।
আমাদের USB Disk এর Serial No 1। এখন সেই Serial No টি বসাতে হবে। এ জন্য 1 লিখে Enter চাপুন।
৩। অপেক্ষা করুন। প্রসেসিং শুরু হবে। কাজ শেষে হলে নিচের মত Succeeded Massage পাবেন। অর্থাৎ আপনার কাজ সফল হয়েছে। Keyboard থেকে যেকোন কী চাপুন। মেসেজটি চলে যাবে।
৪। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের USB Disk তৈরি হয়ে গেছে। এখন সেটাকে শুধু Format করলেই হবে। Formatসম্পর্কে বিস্তারিত এখানেই দেখে নিতে পারেন।
No comments:
Post a Comment