Windows ব্যবহারকারীরা Genuine Windows এর কথা নিশ্চয় শুনেছেন। Windows হলো বিশ্ব বিখ্যাতSoftware Giant Microsoft এর তৈরি একটি প্রফেশনাল Operating System যা ক্রয় করে ব্যবহার করতে হয়।আমাদের দেশে আইনি জটিলতা না থাকায় আমরা যদিও বিভিন্নভাবে এটি ব্যবহার করে থাকি কিন্তু উন্নত দেশে তা সমস্যা সৃষ্টি করে। আপনি যখন ক্রয় করে ব্যবহার করবেন তখন সেটি হবে Genuine Windows।
আপনার Windows টি Genuine কি না তা চেক করার মাধ্যম হলো Windows Activation। Windows Activationনামের টুলটি আপনার Windows টি Genuine কি না তা চেক করে দেখে। যদি Genuine হয় তাহলে আপনি সকল সুবিধা ভোগ করতে পারবেন। আর যদি Genuine না হয় তাহলে এই টুলটি আপনাকে এক মাস বা ৩০ দিন সময় দেবে ক্রয় করার জন্য অন্যথায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন বন্ধ করে দেবে এবং বার বার বিরক্তিকর মেসেজ দেবে।আমরা এটি কিভাবে ব্যবহার করতে হয় তা দেখবো।
Windows Seven Activation এর ব্যবহারঃ
১। Run (Ctrl+R) এ গিয়ে Activation Windows বা এরকম শব্দগুলো লিখুন। তাহলে Activate Windows টুলটি’র নাম দেখতে পাবেন। ওটা রান করুন। এটি Control Panel থেকেও রান করা যায়।
২। আপনার Windows টি Genuine হয়ে থাকলে নিচের মত Successful মেসেজ পাবেন। আপনি Windows Update সহ সকল সুবিধা ভোগ করতে পারবেন। Close দিন।
৩। যদি Windows টি Genuine না হয়ে থাকলে নিচের মত মেসেজ পাবেন যেখানে প্রোডাক্ট কী ক্রয় করার জন্য কয়েকটি অপশন দেয়া আছে।
অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রোডাক্ট কী ক্রয় করার জন্য উপরের/প্রথম অপশনটি। আর আপনার কাছে প্রোডাক্ত কী ক্রয় করা আছে বা সংগ্রহ করা আছে সেটি দেয়ার জন্য ২য় অপশনটি। বাকি অপশনটি হলো মাইক্রোসফটের সাথে যোগাযোগের জন্য।
৪। এছাড়া Computer Properties থেকে আপনার Windows Activated আছে কি না তা দেখতে পারেন। এ জন্যMy Computer এর উপর রাইট ক্লিক করে Properties এ যান। একদম নিচের দিকে Windows Activation লাইনটি চেক করুন। আপনার Windows টি Genuine হয়ে থাকলে নিচের মত Windows is Activated মেসেজ পাবেন। এর ডানে Genuine সফটওয়ারের লগোটি দেখতে পাবেন।
Windows টি Genuine না হয়ে থাকলে নিচের মত মেসেজ পাবেন যেখানে 30 days to activate, Activate Windows now মেসেজ পাবেন। দিন যত যাবে 30 দিন থেকে কমতে থাকবে। পাশে Change Product Key বাটন পাবেন যার মাধ্যমে নতুন কোন প্রোডাক্ট কী দেয়া যায়। আর ডানে Genuine সফটওয়ারের লগোটি দেখা যাবে না।
No comments:
Post a Comment