Universal USB Installer

Sunday, March 2, 2014

নাম দেখেই বুঝে নেয়া যায় টুলটি দিয়ে কি কাজ করা যাবে হ্যাঁ, এটি বুটেবল পেনড্রাইভ তৈরি করার একটি ছোট্ট ফ্রী টুল ইতিপূর্বে যারা Yumi (Your Universal Multiboot Installer) ব্যবহার করেছেন তাদের কাছে টুলটি বেশ পরিচিত মনে হবে কারণ দুটি টুলই একইভাবে, একই প্রোগ্রামারদের দ্বারা তৈরি, সামান্য কিছু পার্থক্য ছাড়া ব্যবহারও প্রায় একই এবং দেখতেও হুবহু একই রকম। পার্থক্য একটাই-Yumi হলো Multiboot আর UUI Multiboot নয়। UUI দিয়ে আপনি একই সময়ে যেকোন একটা Distribution চালাতে পারবেন। টুলটি প্রথম দিকেLinux Distribution নিয়ে চালু করলেও পরে Windows অন্তর্ভুক্ত করা হয় এছাড়া Live Antivirus সহ অনেকগুলোDistribution রয়েছে এটিতে যা দিয়ে সুন্দর একটি Multiboot USB তৈরি করা যায় অনায়াসে চলুন একবার দেখি এর ব্যবহারটা কি রকম


ব্যবহারঃ
 প্রথমে আপনার USB পিসিতে সংযুক্ত করুন তারপর টুলটি রান করুন Agree দিন নিচের মত আসবে

 Step 1 থেকে আপনার পছন্দের একটি Distribution সিলেক্ট করুন

 Step 2 থেকে উপরে দেয়া Distribution এর ISO ফাইলটি দেখিয়ে দিন Browse করে

 Step 3 তে দুটি অপশন আছে একটি হলো আপনার USB টি Select করা এবং USB টি Format করা প্রথমেUSB টি সিলেক্ট করুন
তারপর USB টি We will Format অপশনটিতে টিক মার্ক দিন

 সবশেষে Create বাটনে ক্লিক করুন নিচের মত সতর্ক বার্তা আসবে যে  Universal USB Installerনিচের কাজগুলো করার জন্য প্রস্তুত সবকিছু ঠিক থাকলে কাজ শুরু করার জন্য Yes বাটনে ক্লিক করতে হবে তাই Yes দিন

 প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন

 কাজ শেষে হলে নিচের মত Process Complete! মেসেজ আসবে Close দিন টুলটি Close হয়ে যাবে 


Download: HomepageSoftpedia.

No comments:

Post a Comment