হার্ডডিস্কে কাজ করার জন্য দরকার একটি ভাল Partition টুল যা হার্ডডিস্কের কাজগুলো যত্নের সাথে করবে। এমন কাজের জন্য EaseUS Partition Master হলো অত্যন্ত কার্যকর এবং দারুন একটি টুল। এটি অত্যন্ত শক্তিশালীPartition টুলের মধ্যে একটি। ব্যবহার খুব সহজ হওয়াতে নতুন ইউজারেরাও সহজে ব্যবহার করতে পারে। এর কয়েকটি ভার্সন আছে। তম্মধ্যে ফ্রীতে ব্যবহার করার জন্য রয়েছে ফ্রী ভার্সন। ফ্রী ভার্সনে শুধু Bootable ফাইলটা পাওয়া যায় না। এছাড়া পিসিতে Install আর প্রায় সব কাজই করা যায়। এর আগে আমরা Partition Tool হিসেবেPartition Wizard, AOMEI Partition Wizard নিয়েও পোষ্ট করেছিলাম।
এই টুলটি দিয়ে Partition Create, Delete, Format, Resize, Merge, Split, Disk & Partition Copy, MBR Rebuild, Recover Deleted Partition সহ আরো অনেক অনেক কাজ করা যায়। আর রয়েছে বিশাল টিউটোরিয়াল ভান্ডার। কোন কিছু বুঝতে সমস্যা হলে টিউটোরিয়ালগুলো দেখে যেকোন কাজ সহজে করা যাবে। সবকিছু মিলিয়েPartition সংক্রান্ত কাজের জন্য EaseUS Partition Master কে আপনার আদর্শ টুলের জায়গায় রাখতে পারেন।
No comments:
Post a Comment