System Repair Disc হলো একটি Bootable Disc যা কোন Operating System এর Booting সমস্যা সমাধান করার কাজে ব্যবহৃত হয়। Windows এর প্রতিটি ভার্সনেই এই Disc ব্যবহার করা যায়। তবে প্রতিটি ভার্সনের জন্য সেই ভার্সনের Disc দরকার হয়। Software গত সমস্যার কারণে কখনো পিসি বুট না করলে System Repair Discএর মাধ্যমে তা সমাধান করা যায়। বর্তমানে System Reserved Partition এর মাধ্যমে Windows7 এর BootingSystem কে খুবই শক্তিশালী করা হয়েছে যা Windows7 পূর্ববর্তী ভার্সনগুলোতে ছিল না। তবে সেটি ব্যবহার না করার ফলে বা অন্য কোন কারণে কোন সময় Booting সমস্যা দেখা দিলে System Repair Disc ই দিতে পারে সমস্যার সমাধান।
Create System Repair Disc – Windows7 এর System Repair Disc তৈরি ও ব্যবহার
Sunday, March 2, 2014
DATA CD Write – Nero দিয়ে ডাটা সিডি/ডিভিডি রাইট করি
Sunday, March 2, 2014
DATA CD Write করা মানে হলো কম্পিউটারে ফাইল ফোল্ডারগুলো যেরকম আছে সেই রকম রাইট করা। যেমনBootable CD কে ডাটা সিডি হিসেবে রাইট করলে সেটি বুট হবে না। আবার একটি ISO ফাইলকে যদি ডাটা সিডি হিসেবে রাইট করেন তাহলে এর ভিতরের ডাটাগুলো এক্সট্রাক্ট হবে না বরং পিসিতে যে ISO ফাইলটি আছে সেটিই রাইট হবে। আমরা এর আগে সিডি রাইটিং বিষয়ে কয়েকটি পোষ্ট দেখেছি। যেমন সিডি টুসিডি কপি, নিরো দিয়েISO সহ যেকোন ইমেজ ফাইল রাইটিং সহ কয়েকটি পোষ্ট। এবার Data CD Write বা Data DVD Write কিভাবে করতে হয় তা দেখবো। Data CD Write রাইট করতে গেলে ফ্রী আর প্রফেশনালের মধ্যে অনেক টুল আছে। আর এই টিউটোরিয়ালে আমরা সিডি রাইটিং এর জগতে অত্যন্ত জনপ্রিয় টুল Nero ব্যবহার করেছি।
Sardu – Multi Boot USB, CD, DVD তৈরির জন্য অতুলনীয়
Sunday, March 2, 2014
Multi Boot USB বা Multi Boot CD/DVD বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি কম্পিউটার ডিভাইস। এ কথা মাথায় রেখেই Yumi নিয়ে Multi Boot USB এর উপর আমরা একটি পোষ্ট করেছিলাম। এতেMulti Boot USB কি এবং কিভাবে তা তৈরি করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল। আজকে তেমন আরেকটি টুল নিয়ে লেখবো যারা নাম Sardu। এই টুলটি একদম ফ্রী এবং এটি দিয়ে অনেক গুলো ISO File (Anti Virus Rescue CD, Bootable Utility CD, Linux, Windows ইত্যাদি) ব্যবহার করে আপনি একাধারে Multi Boot USB, Multi Boot CD, Multi Boot DVD তৈরি করতে পারবেন নিজের মত করে। এর ব্যবহারটাও খুব সহজ। তাছাড়া এটি Windows এর সকল ভার্সনে (32 bit, 64 bit সহ) ব্যবহার করা যায়।
Windows XP HD Sound Problem – সমাধান নিন
Sunday, March 2, 2014
প্রায় সময় পুরাতন পিসিতে কাজ করতে গিয়ে ড্রাইভার সমস্যায় পড়তাম। দুর্বল কনফিগারেশনের কারণে পিসিগুলোতে Windows 7 ও ব্যবহার করা যায় না আবার মাদারবোর্ড সিডি খোঁজে না পাওয়ার কারণে ড্রাইভার সমস্যারও সমাধান করা যায় না। সমাধানের জন্য দীর্ঘ দিন অনলাইনে ঘুরাঘুরি করেও তেমন কোন সহায়তা পায় নি। কিছু ড্রাইভার সিডি পাওয়া গেলেও মূল্য অনেক। চেষ্টা করতে করতে অবশেষে একটি All in One Driver CDতৈরি করে ফেলি যা নিয়ে ইতিপূর্বে পোষ্ট করেছি আমরা। তবে কয়েকজন বন্ধু ঐ সিডিতে Sound সমস্যার কথা জানায়। আবার শুরু হয় Sound সমস্যা সমাধান নিয়ে গবেষনা। আল্লাহর রহমতে সেটাতেও সফল হই। আজকে ঐ বিষয় নিয়ে পোষ্ট করছি।
Windows XP Setup – এক্সপি সেটাপ শিখি
Sunday, March 2, 2014
Windows XP বর্তমান সময়ের কাছে অনেক পুরাতন। তারপরও এর জনপ্রিয়তা নিয়ে কারো প্রশ্ন নেই। সাধারণতযে সব নতুন ইউজার কম্পিউটার জ্ঞান অর্জন শুরু করে তারাও প্রথমে এক্সপি দিয়েই শুরু করে। তাছাড়াWindows Setup শিখতে গেলেও Windows XP Setup এর ধারণাটা প্রথমেই আসে। তাই Windows XP Setupসম্পর্কে জ্ঞান থাকটা জরুরী। যদিও এখন Windows XP Setup শেখার ইউজারের সংখ্যা হাতেগুণা মাত্র। তবে এখনো কম্পিউটার হার্ডওয়ারের জগতে নতুন এবং শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি এ পোষ্টটি করছি।
How to Merge Partition – একাধিক পার্টিশান বা ড্রাইভকে কিভাবে জোড়া লাগাতে হয়
Sunday, March 2, 2014
Partition Merge করা মানে হলো এক বা একাধিক পার্টিশান বা ড্রাইভকে জোড়া লাগানো বা একটিতে পরিণত করা। আমরা বিভিন্ন সময়ে এই কাজটি করার প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন হয়তো একটি ড্রাইভ বেশি ছোট হয়ে গেছে সেটাকে অন্য একটি’র সাথে যুক্ত করতে হবে, কিংবা কোন একটি ড্রাইভ বেশি বড় হয়ে গেছে সেটিকেResize করতে গিয়ে কিছু Unallocated (নতুন পার্টিশান করার মত হার্ডডিস্কের খালি জায়গা) জায়গা বের হয়েছে এবং সেটাকে অন্য একটি ড্রাইভের সাথে যুক্ত করতে হবে। এই ধরনের কাজ করতে চায়লে পার্টিশান বা ড্রাইভকেMerge করতে হয়। কাজটি করার জন্য বেশ কয়টি জনপ্রিয় HDD Tools আছে। আমি তেমন একটি ফ্রী টুল নিয়ে কাজটি করে দেখাবো। টুলটি’র নাম হলো AOMEI Partition Assistant যা ফ্রীতেই ব্যবহার করা যায়।
Windows Seven Activation – উইন্ডোজ সেভেন এক্টিভেশন কি, কেন এবং কিভাবে চেক করতে হয়
Sunday, March 2, 2014
Windows ব্যবহারকারীরা Genuine Windows এর কথা নিশ্চয় শুনেছেন। Windows হলো বিশ্ব বিখ্যাতSoftware Giant Microsoft এর তৈরি একটি প্রফেশনাল Operating System যা ক্রয় করে ব্যবহার করতে হয়।আমাদের দেশে আইনি জটিলতা না থাকায় আমরা যদিও বিভিন্নভাবে এটি ব্যবহার করে থাকি কিন্তু উন্নত দেশে তা সমস্যা সৃষ্টি করে। আপনি যখন ক্রয় করে ব্যবহার করবেন তখন সেটি হবে Genuine Windows।
Windows Seven Setup – উইন্ডোজ সেভেন সেটাপ শিখে নিই
Sunday, March 2, 2014
Windows Seven বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় Operating System এর একটি। দারুন সব ফিচার এবং অত্যন্ত নিরাপত্তা সম্বলিত বৈশিষ্ট্য নিয়ে বাজারে হাজির হওয়া মাত্রই ব্যবহারকারীদের নজর কাড়তে সক্ষম হয় এইOperating System টি। এর কয়েকটি ভার্সন রয়েছে এবং বর্তমানে Service Pack 1 বের হয়েছে। আজকে আমরা এই Operating System সেটাপ নিয়ে লিখবো। এই কাজটি খুবই সহজ এবং খুব বেশি কম্পিউটার জ্ঞান থাকার প্রয়োজন নেই। নতুনদের জন্য আমরা আজকে চিত্রসহ সুন্দরভাবে টিউটোরিয়ালটি আলোচনা করার চেষ্টা করবো।এর আগে আমরা Windows XP Setup নিয়ে আলোচনা করেছিলাম। কারো ইচ্ছে হলে পড়ে নিতে পারেন।
Only Mini XP From Hiren’s Boot CD – হিরেনস বুট সিডি থেকে মিনি এক্সপি আলাদা করুন
Sunday, March 2, 2014
Mini XP Live |
Hiren’s Boot CD কি, এটি দিয়ে কি করা যায় বা এর কাজ কি- আশাকরি এই নিয়ে বিস্তারিত বর্ণনা করার দরকার নেই। কারণ এই সিডি নিয়ে এর আগে আমরা অনেক পোষ্ট করেছি এবং এখনো করে যাচ্ছি। আমরা জানি এই সিডিতে দুটো পার্ট। একটি হলো Mini XP Live এবং অন্যটি ডস মোডে বিভিন্ন টুলের সমন্বয়। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে এই সিডি থেকে Mini XP কিভাবে আলাদা করা যায় বা আলাদা করার কোন পদ্ধতি আছে নাকি।এই সিডি নিয়ে অনলাইনে তেমন কোন টিউটোরিয়াল নেই। কারণ এই সিডি’র বিরুদ্ধে অনেকেই Piracy’র অভিযোগ তোলে থাকে। তাই আমি তেমন কোন সহায্য না পেয়ে নিজেই শুরু করলাম কাজটা। আজকে এ বিষয়ে লিখবো। এর আগে আমরা Multiboot CD,DVD, USB কিভাবে এডিট করতে হয় তা দেখেছি। পোষ্টটি এখানেদেখতে পারেন।
Only DOS from Hiren’s Boot CD – হিরেনস বুট সিডি থেকে মিনি এক্সপি বাদ দিন
Sunday, March 2, 2014
Hiren’s Boot CD তে দুটো পার্ট থাকে। একটি হলো Mini XP Live এবং অন্যটি ডস মোডে বিভিন্ন টুলের সমন্বয়।উভয় পদ্ধতিই খুব গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো Mini XP Live আর DOS Tools গুলো আলাদা করার দরকার হতে পারে আমাদের। সেই লক্ষ্যে আমরা এর আগে এই সিডি থেকে ডস টুল বাদ দিয়ে শুধু Mini XP Live কিভাবে রাখতে হয় তা নিয়ে পোষ্ট করেছি। এবার Mini XP বাদ দিয়ে কিভাবে ডস টুলগুলো রাখা যায় তা নিয়ে লেখবো।আগের মত এখানেও আমরা Hiren’s Boot CD 10.5 এবং Latest Version 15.2 নিয়ে কাজ করবো। এই পোষ্টটি ভালভাবে বুঝার জন্য আমাদের আগে Mini XP From Hiren’s Boot CD পোষ্টটি পড়ে নিন।
Website Opening Problem – কিছু কিছু ওয়েবসাইট খোলতে সমস্যা এবং প্রতিকার
Sunday, March 2, 2014
একটি অভিযোগ প্রায় সব ইউজারই করে থাকেন যে তাদের নেটে সব ওয়েবসাইট খোলে না। বিশেষ করে যারা মোবাইল সিম দিয়ে নেট চালান তারাই বেশি ভোগেন এ সমস্যায়। অভিজ্ঞরা এটাকে তেমন সমস্যা মনে না করলেও নতুনদের কাছে বিরাট একটি সমস্যা এটি। মূলত এটি ISP এর নিয়ন্ত্রিত একটি বিষয়। ISP= Internet Service Provider অর্থাৎ আপনি যাদের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট চালাচ্ছেন সেই হলো আপনার ISP। সে ক্ষেত্রে আপনি Banglaink সিম ব্যবহার করে নেট চালালে Banglalink হলো আপনার ISP। এভাবে Grameenphone, Robi, Airtel, Telekalk, Qubee, Banglalion সহ আরো অনেক ISP প্রতিষ্ঠান আছে।
Write ISO on USB – আইএসও ফাইলকে রাইট করুন ইউএসবিতে
Sunday, March 2, 2014
Bootable ISO ফাইল সাধারণত সিডি/ডিভিডেতে রাইট করার জন্য তৈরি করা হয়ে থাকে। সিডি/ডিভিডিতে ইমেজ হিসেবে রাইট করলে সেই সিডি/ডিভিডি বুটেবল হয় এবং প্রয়োজনীয় কাজ করা যায়। আপনি ইচ্ছে করলে আপনার Bootable ISO ফাইলকে USB তেও রাইট করতে পারেন। এ ক্ষেত্রে সিডি/ডিভিডি দিয়ে যে কাজ করা যাবে এই USB দিয়েও একই কাজ করা যাবে। যেকোন Bootable ISO ফাইলকে এই পদ্ধতিতে USB তেWrite/Burn করা যায়।
Custoimze Multi Boot CD, DVD, USB –হিরেন’স বুট সিডিতে যুক্ত করুন পছন্দের টুল
Sunday, March 2, 2014
বর্তমানে Multi Boot CD বা Multi Boot USB খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা হার্ডওয়ারের কাজ করেন তাদের জন্য এটি অসাধারণ কাজের জিনীস। প্রয়োজনের তাগিদে তাই এর আগে আমরাYumi, Sardu দিয়ে কিভাবে Multi Boot CD বা Multi Boot USB তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম। এগুলোর মাধ্যমে আমরা শুধু সফটওয়ার দিয়ে কিভাবে Tool এড করা যায় তা দেখেছি। কিন্তু সফটওয়ার ছাড়া নিজের পছন্দের একটি টুল Manually কিভাবে Multi Boot CD বা Multi Boot USB তে এড করা যায় তা দেখি নি। সেই পোষ্টগুলোর আলোচনার ধারাবাহিকতায় এবার Manually কিভাবে পছন্দের টুল এড করা যায় তা নিয়ে লিখছি। এর আগে আমরা Only Hiren’s BootCD কিভাবে তৈরি করতে হয় তা দেখেছি।
EaseUS Partition Master– হার্ডডিস্কের পার্টিশান সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত দারুন টুল
Sunday, March 2, 2014
হার্ডডিস্কে কাজ করার জন্য দরকার একটি ভাল Partition টুল যা হার্ডডিস্কের কাজগুলো যত্নের সাথে করবে। এমন কাজের জন্য EaseUS Partition Master হলো অত্যন্ত কার্যকর এবং দারুন একটি টুল। এটি অত্যন্ত শক্তিশালীPartition টুলের মধ্যে একটি। ব্যবহার খুব সহজ হওয়াতে নতুন ইউজারেরাও সহজে ব্যবহার করতে পারে। এর কয়েকটি ভার্সন আছে। তম্মধ্যে ফ্রীতে ব্যবহার করার জন্য রয়েছে ফ্রী ভার্সন। ফ্রী ভার্সনে শুধু Bootable ফাইলটা পাওয়া যায় না। এছাড়া পিসিতে Install আর প্রায় সব কাজই করা যায়। এর আগে আমরা Partition Tool হিসেবেPartition Wizard, AOMEI Partition Wizard নিয়েও পোষ্ট করেছিলাম।
Everything – মুহুর্তেই খোঁজে বের করুন যেকোন ফাইল ও ফোল্ডার
Sunday, March 2, 2014
কম্পিউটারে যেকোন একটি ফাইল খোঁজতে গেলে আমরা Search (F3) অপশন ব্যবহার করি। এর মাধ্যমে খুব সুন্দরভাবে যেকোন ফাইল খোঁজে বের করা যায়। আর Everything হলো সেই রকম একটি টুল যা দিয়ে Search এর কাজটি করা যায় অত্যন্ত স্বল্প সময়ে এবং সহজে। এটি দিয়ে যেকোন Files, Folders খোঁজার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। ছোট্ট এ টুলসটি কম্পিউটারের কোন শক্তিও খরচ করে না। ফলে পিসি স্লো হবে সেই চিন্তাও নেই। এটি Windows এর সকল ভার্সনে ব্যবহার করা যায়।
BlueGriffon - ওয়েবপেজ এডিটর
Sunday, March 2, 2014
ওয়েবপেজ এডিট করার জন্য আমরা MS FrontPage নিয়ে কাজ করেছি। বর্তমানে অনেক সফটওয়ার বের হয়েছে যা দিয়ে সুন্দর ও সহজভাবে Webpage Edit করা যায়। এর আগে আমরা সেই রকম একটি সফটওয়ার নিয়ে পোষ্ট করেছিলাম যার নাম KomPozer। BlueGriffon ও সেই রকম একটি সফটওয়ার যা দিয়ে যেকোন ওবেপেজ এডিট করা যায়। আধুনিক মানের ওয়েবপেজ এডিট করার জন্য সফটওয়ারটি দারুন কাজের হতে পারে অভিজ্ঞ এবং নতুন ইউজারদের কাছে। এর ব্যবহার তেমন কঠিন না হওয়ায় নতুন ইউজাররাও ব্যবহার করতে পারবেন।
WinToBootic -সহজে বুটেবল করুন
Sunday, March 2, 2014
এর আগে বেশ কিছু USB বা Pendrive টুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেগুলো দিয়ে Windows XP, Vista, Seven, Windows8 কে পেনড্রাইভ বা USB Flash Drive থেকে Setup দেয়া যায়। WinToBootic ও সেই রকম একটি সফটওয়ার যা দিয়ে USB Flash Drive থেকে Windows Install করা যায়। সফটওয়ারটি খুব ছোট্ট, ফ্রি এবং ব্যবহার অত্যন্ত সহজ। মাত্র কয়েক ক্লিকেই Bootable USB বা Hard Drive তৈরি করা যায় যা একজন নতুন ইউজারের পক্ষেও সহজ। এর মাধ্যমে ISO, CD/DVD এমনকি Windows এর ডিভিডি হার্ডডিস্কে কপি করে রাখলে সেখান থেকেও কাজ করা যায়। ফলে আপনার Windows যে অবস্থায় থাকুক না কেন এড করতে সমস্যা হয় না।
Photo Vacuum Packer – ছবির সাইজ কমিয়ে ফেলুন
Sunday, March 2, 2014
ডিজিটাল ক্যামেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম। যেকোন মুহুর্তের, যেকোন যে স্মৃতি ধরে রাখার জন্য এটি বড় একটি জনপ্রিয় যন্ত্রই বটে। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সাধারণত সাইজ খুব বড় হয়ে থাকে। তাই সাইজ কমিয়ে ফেলাটা মাঝে মধ্যে জরুরী হয়ে পড়ে। সেটা হতে পারে হার্ডডিস্কের জায়গা বাঁচাতে কিংবা অনলাইনে আপলোডে করতে। Photo Vacuum Packer একটি ছোট্ট গ্রাফিক্স টুল যা দিয়ে ছবিকে কস্প্রেস করে এর সাইজ কমানো যায়।
Customized Hiren’s Boot -ট্রাবলশ্যুটিং এর জন্য একমাত্র ভরসা সিডি
Sunday, March 2, 2014
Hiren’s BootCD যারা ব্যবহা করেছেন তারা জানেন এর কাজ কি বা একজন হার্ডওয়ার ইঞ্জিয়ারের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ। এর Live Windows XP এবং DOS মোডের টুলগুলো একজন হার্ডওয়ার ইঞ্জিয়ারের সবসময়ের সাথী। আমি এই সিডি নিয়ে কাজ করছি আজকে অনেক দিন এবং আমার কাছে এই সিডি একজন দক্ষ হার্ডওয়ার ইঞ্জিয়ারের মত উপকারী। অসংখ্য ইউটিলিটি টুল থাকার পরও আমি এই সিডিতে নিত্য প্রয়োজনীয় আরো বেশ কটি টুল যুক্ত করে একে কাস্টমাইজ করেছি নিজের মত করে। আজকে এই সিডিটি আপনাদের জন্য উপহার দিচ্ছি।
Merge, Split File- বড় ফাইলকে ছোট ছোট খন্ডে ভাগ করুন এবং জোড়া লাগান
Sunday, March 2, 2014
বর্তমানে বিভিন্ন হোস্টিং সাইটে ফাইল আপলোড করে রাখাটা খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। কারণ এর মাধ্যমে যেকোন ফাইলকে সবচেয়ে বেশি নিরাপদে রাখা যায়। তাছাড়া নেট কানেকশান থাকলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে ফাইলটি যদি বড় হয় তাহলে একটি সমস্যাও আছে। সমস্যাটি হলো আপলোড নিয়ে। ফাইলটি কয়েকশ MB বা কয়েক GB হয়ে থাকলে তা আপলোড করতে সমস্যা হয়। তাছাড়া কিছু কিছু সাইটে আপলোড ফাইলের সাইজ নির্দিষ্ট করে দেয়া হয়। ফলে এর বেশি সাইজের ফাইলকে আপলোড করতে হলে ফাইলটি Split করা ছাড়া আপলোড করা যায় না। তাই আমরা আজকে বড় ফাইলকে ছোট ছোট খন্ডে ভাগ করে তা আবার কিভাবে জোড়া লাগানো যায় তা দেখবো। এ পদ্ধতিকে File Merging এবং Splitting বলা হয়।
How to Split Big File-বড় ফাইলকে মার্জ করার নিয়মঃ
১। আপনার ফাইলটি পছন্দমত ছোট একটি নাম দিয়ে Rename করে নিন।
২। ফাইলটির উপর Right Click করে 7-zip>Add to Archive... এ ক্লিক করুন।
৩। এখানে Archive Format (চিহ্ন-১) ,Compression level (চিহ্ন-২), Compression Method (চিহ্ন-৩) ঠিক করে দিন।
Archive Format হিসেবে 7z দিতে পারেন। এতে ফাইলটি অন্যান্য ফরমেট থেকে বেশি কম্প্রেস হয়। কয়েকটিCompression level এর মধ্যে Ultra এর মাধ্যমে কোন ফাইলকে সবচেয়ে বেশি Compress করা যায়। তবে এতেCPU বেশি শক্তি খরচ করে। তাই পিসি একটু Slow হবে। Compression Method হিসেবেও কয়েকটি Methodআছে যার মধ্যে LZMA তে ফাইলকে সবচেয়ে বেশি Compress করা যায়। এবার Split to volumes, bytes: এ আপনার পছন্দমত একটি সাইজ দিন (চিহ্ন-৪)। অর্থাৎ আপনার ফাইলটিকে কত MB করে ভাগ করবেন। সাইজ দেয়ার পর M দিন যার মাধ্যমে এটি দ্বারা MB বুঝাবে। যেমন আমার ফাইলটি 700MB। আমি এটাকে 150MBকরে ভাগ করবো। এতে আমার ফাইলটি 150MB করে ৪-৫ টি খন্ডে ভাগ হবে। এভাবে কত সাইজ দেবেন সেটা আপনার পছন্দ। এছাড়া আপনার ফাইলটি যদি ব্যক্তিগত তথ্য সম্বলিত হয়ে থাকে তাহলে Password ও দিতে পারেন (চিহ্ন-৫)।
৪। সবশেষে OK দিন। আপনার ফাইল সাইজের উপর ভিত্তি করে কয়েক মিনিট সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার ফাইলটি আপনার দেয়া Size ও Format অনুযায়ী Split এবং Compress হয়ে কয়েকটি Parts এ বিভক্ত হয়ে যাবে। Splitted Parts গুলোকে Rename করা যাবে না। এবার Splitted Parts গুলো আপলোড করে নিন একটা একটা করে।
How to Merge Splitted Parts – বিভক্ত করা ফাইলকে জোড়া লাগানোর নিয়ম:
১। Splitted Parts গুলোকে একসাথে Select করে Right Click করে 7-zip>Extract Here এ ক্লিক করুন।
২। ফাইলগুলো Extract এবং Merge হতে শুরু করবে।
৩। কিছুক্ষণের মধ্যে Splitted Parts গুলো Merge হয়ে আসল ফাইলটি তৈরি হবে।
Subscribe to:
Posts (Atom)